রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা নষ্ট করে দিলো কৃষকের টমেটো খেত!

 রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা নষ্ট করে দিলো কৃষকের টমেটো খেত! 

একমাত্র কৃষি কাজের উপর জীবিকা নির্ভরশীল রাজনগরের হাসেন মিয়ার।। হাসেন মিয়ার নিজের জমি নেই।।অন্যের জমি বাগা নিয়ে কৃষি করে সংসার প্রতিপালন করেন।।। কিছু দিন পূর্বে এলাকারই কয়েকজনের সঙ্গে তার বাদবিতণ্ডা হয়।।। এর পর থেকে তার কৃষি জমির ফসল নষ্ট শুরু হয়ে যায়।।। আজকের ঘটনা চোখে না দেখলেও তাদেরকেই সন্দেহ করছে হাসান।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ