ত্রিপুরা রাজ্যের এই ত্রিপল ইঞ্জিন সরকারের আমলে নাকি শুধুই উন্নয়নের জোয়ার বইছে একথা প্রায়ই বলে থাকেন জনপ্রতিনিধিরা

 ত্রিপুরা রাজ্যের এই ত্রিপল ইঞ্জিন সরকারের আমলে নাকি শুধুই উন্নয়নের জোয়ার বইছে একথা প্রায়ই বলে থাকেন জনপ্রতিনিধিরা।

তবে এই ত্রিপল ইঞ্জিন সরকারের কল্যাণে রাজ্যের একাংশ জনজাতিরা যে কতটুকু উন্নয়নের মুখ দেখতে পেয়েছে তা বলা বড়ই দুষ্কর। রাজ্যে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে উন্নয়নের ছিটেফোটাও পড়েনি। ঠিক এমনই একটি গ্রাম রয়েছে যেখানে সরকারি উন্নয়নের বিন্দুমাত্র দেখা যায় না। ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত পূর্ব ছাওমনু সত্যবান কারবারি পাড়ায় এই ট্রিপল ইঞ্জিন সরকারের আমলেও কোন ধরনের উন্নয়ন দেখা যায়নি। ওই এলাকার মানুষ এখনো বিদ্যুৎ, রাস্তাঘাট এবং জল জীবন মিশন প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। ওই এলাকার সাধারণ মানুষ প্রতিদিন খাবার জলের জন্য একমাত্র ভরসা ছড়ার পাশের ছোট ছোট গর্তের নোংরা জল, সেই নোংরা দোলোই এলাকার জনজাতি অংশের মানুষ পান করে জীবন বাঁচিয়ে রেখেছে কিন্তু সরকারের সেই জল জীবন মিশন প্রকল্প ওই এলাকার মানুষের জন্য বাস্তব স্বপ্ন। এলাকার সকল অংশের মানুষ এখনো শহরাঞ্চলে যেতে হলে ভাঙ্গা নর্দমা এবং কাদাযুক্ত রাস্তা দিয়ে যেতে হয়, দীর্ঘ অনেক বছর ধরে ওই এলাকার মানুষ এখনো পর্যন্ত ভালো কোন পাকা রাস্তার দেখা পাচ্ছে না। যার ফলে প্রতিদিন এলাকার মানুষ চরম বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কিন্তু সেখানেও রাজ্য সরকারের কোন উন্নয়ন লক্ষ্য করা যায়নি। এতেই শেষ নয় ওই এলাকায় বেশিরভাগ বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, যার ফলে ওই এলাকার মানুষ এখনো আগেকার যুগের মত হারিকেন এবং মোমবাতির আলো একমাত্র অন্ধকারের ভরসা। কেন্দ্রীয় সরকার নাকি রাজ্যে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকারি অর্থ সত্যবান কারবারি পাড়ায় পৌঁছায়নি কেন? যার সঠিক জবাব এখনো জানেনা এলাকার সাধারণ মানুষ। এদিকে রাজ্যের মন্ত্রীর আসনে যারা রয়েছেন তারা সকলেই মাইক্রোফোন হাতে নিয়ে জোর গলায় বলতে শোনা যায় বিগত বাম সরকারের চেয়ে এই ত্রিপল ইঞ্জিনের সরকারের আমলে রাজ্যে এতটাই উন্নয়ন হয়েছে যা রেকর্ড মাত্রা ছাড়িয়ে গেছে। তাহলে সত্যবান কারবারি পাড়ার মানুষের কেন এখনো পর্যন্ত কোন উন্নয়ন হয়নি! এলাকার মানুষের একাধিক সমস্যা রয়েছে তবে কোথায় রয়েছে জনপ্রতিনিধিরা! যারা শুধু সারাক্ষণ রাজ্যের উন্নয়ন আর উন্নয়ন নিয়ে কথা বলতে বেশি ব্যস্ত থাকেন! শনিবার দুপুরে এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা তাদের এই সমস্যার কথা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সরকারের নিকট দাবী জানান খুব শীঘ্রই যেন সরকার তাদের এলাকার এই সমস্যাগুলোর সমাধান করার ব্যবস্থা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ