ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান, ক্ষুব্ধ জনতার হাতে ভাঙচুর ফায়ার সার্ভিসের গাড়ি!
আগুনে পুড়ে সাতটি দোকান শেষ হয়ে যায়।প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনী ইচ্ছাছড়া এলাকায় আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবরের বিবরন দিতে গিয়ে এলাকার বাসিন্দা মূদূল দেব রায় জানান,অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে যে যার মতো করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।খবর দেওয়া হয় কাঁকড়াবন স্থিত অগ্নি নির্বাপক দপ্তরে।খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা অনেক পড়ে ঘটনাস্থলে আসার ফলে সাতটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে মূষ্টির দোকান, মোবাইল মেরামতের দোকান,গ্ৰসারী দোকান,পানের দোকান ছিল।ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০/৮০ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এলাকার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়া মাএ চলে আসলে হয়ত এতটা ক্ষতি হতনা।তাদের বিলম্বের ফলে সাতটি দোকানের মালিক আজ সর্ব শেষ হয়ে গেছে। দাবি জানানো হয় বিধায়ক তহবিল থেকে এবং সরকারি ভাবে যাতে আগুনে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।

0 মন্তব্যসমূহ