বুধবার সন্ধ্যায় এক ভূয়া এমডি মেডিসিন ডাক্তারের চেম্বারে প্রসাশনের হানা।

 বুধবার সন্ধ্যায় এক ভূয়া এমডি মেডিসিন ডাক্তারের চেম্বারে প্রসাশনের হানা।

জানা গেছে আশরাফুল উদ্দীন নামে এক এমবিবিএস ডাক্তার বিশালগড় মহকুমার দুর্গানগর বাজারে নিজেকে বড় মাপের এমডি মেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে অবৈধভাবে ২০০ টাকার বিনিময়ে রোগী চিকিৎসা করে আসছে এমনকি সেই চেম্বারে বিনা লাইসেন্সে ফার্মেসি খুলে তার থেকে রোগীদের কাছে ঔষধ বিক্রি করছে। দীর্ঘদিন ধরেই সে রোগীদেরকে বোকা বানিয়ে নিজেকে বড় মাপের এমডি মেডিসিনের পরিচয় দিয়ে দুর্গানগর বাজারে রোগীদের দেখে আসছিল। যদিও বুধবার  গোপন খবরের ভিত্তিতে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অরিজিৎ সিনহা এবং বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় দুর্গানগর বাজার স্থিত  আশরাফুল উদ্দিনের অবৈধ চেম্বারে হানা দেয়। গিয়ে তার চেম্বারের বই ধন নথিপত্র এবং এমডি medicine এর বৈধ নথিপত্র চাইলে সে কিছুই দেখাতে পারেনি। সেখানে তার আরও একটি ভুল দেখতে পায় মহাকুমার স্বাস্থ্য আধিকারিক। তার এমবিবিএস অনলাইন রেজিস্ট্রেশন লিস্টে আশরাফুল আমিন আর প্রেসক্রিপশনে লেখা রয়েছে আশরাফুল উদ্দিন। এদিন মহাকুমার স্বাস্থ্য আধিকারিক এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট তার এই চেম্বারে একাধিক ভুল ধরতে পারেন। তারা ভুয়া এমডি মিডিসিন সফল উদ্দিনকে জানিয়ে দেয় যেভাবে সে নিজেকে এমনি মেডিসিন পরিচয় দিয়ে পিক দেখছে এটা সম্পূর্ণই অবৈধ। তবে এদিন ভুয়া এম ডি মেডিসিন আশরাফুল উদ্দিন মহাকুমা স্বাস্থ্য আধিকারিক এর অভিযানের আঁচ পেয়ে  তার চেম্বারে বাইরের লাগানো সাইনবোর্ড এবং ভেতরে থাকা ফার্মেসি সরিয়ে নেয়। এদিন আশরাফুল উদ্দিন তাদেরকে চেম্বারে রোগী দেখার কোন বৈধ অনুমোদন দেখাতে পারেনি। যার ফলে যেদিন মহাকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অরিজিৎ সিনহা এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট  প্রসেনজিৎ দাস  আশরাফুল উদ্দিন এর এই অবৈধ চেম্বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ