কংগ্রেস সিপি আই এম সংখ্যালঘুদের শুধু ব্যবহার করে গেছে, কংগ্রেস সিপি আই এম আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু খুন হয়েছে, এমন একটা জ্বালাময় ভাষণ রাখলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, শাসক দলের প্রচার আরো তাজা হয়ে উঠছে।। সোনামুড়া বিধানসভার মেলাঘর পৌরসভা নয় নাম্বার ওয়ার্ডের ইন্দ্রনগর এলাকায় মহকুমার সংখ্যালঘু নেতা তথা পৌরসভার কাউন্সিলর মালেক মিয়ার নেতৃত্বে বিপ্লব কুমার দেবের সমর্থন বুথ ভিত্তিক এক নির্বাচনীয় জনসভা হয়। উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চা রাজ্য সভাপতি বিল্লাল মিয়া,নয় নম্বর কাউন্সিলর তথা মহাকুমার মাইনোরিটি নেতা মালেক মিয়া, বুথ পভারি কর্ণজিত দাস, বুথ সভাপতি মুকুন্দ দাস, সহ আরো অন্যান্যরা। বুথ ভিত্তিক জনসভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

0 মন্তব্যসমূহ