আমরা বাঙালী রাজ্য কমিটির উদ্যোগে জনস্বার্থ সম্পর্কিত সাত দফা দাবি নিয়ে জেলা শাসকের মারফতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এক ডেপুটেশন দেওয়া হয়

 আমরা বাঙালী রাজ্য কমিটির উদ্যোগে জনস্বার্থ সম্পর্কিত সাত দফা দাবি নিয়ে জেলা শাসকের মারফতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এক ডেপুটেশন দেওয়া হয় 


 মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে রাজ্যের জনসাধারণের স্বার্থে দাবি গুলো যেন গুরুত্বের সহিত বিচার বিবেচনা করে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করেন। আমরা বাঙালী দলের পক্ষ থেকে এই সকল দাবি রাখা হয়েছে।১) সম্প্রতি  ২৩ শে অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই সমস্যার সমাধানে ও শান্তি প্রতিষ্ঠায় দল নিরপেক্ষ ভূমিকা গ্ৰহণ ক‌‌‌রে আইন ভঙ্গকারী দিয়ে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ সহ ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে।২) বিগত দিনে ট্রাকে করে ছোট ছোট গাড়িতে করে রাজ্যে নেশা আসতো বলে খবর পাওয়া যেতো। সরকারের ও প্রশাসনের নীরবতায় এখন ত্রিপুরা রাজ্যে রেলের ওয়াগন দিয়ে অহরহ নেশা জাতীয় সামগ্ৰী আসছে। সংবাদ মাধ্যমের খবরের পর প্রশাসনের কিছু টনক নড়েছে। অথচ এই নেশার কারবার বাম আমল থেকেই শুরু হয়েছে এখন প্রশাসন ও দলীয় কিছু লোককে খুশি করে এই নেশা কারবারীরা ত্রিপুরাকে নেশার স্বর্গ রাজ্যে পরিণত করেছে।আর এই নেশার কবলে পড়ে ত্রিপুরার জাতি জনজাতি উভয় অংশের ছেলে মেয়েরা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই নিয়ে রাজ্যের জনসাধারণ খুবই উদ্বিগ্নের মধ্যে কখন এই নেশার কবলে মৃত্যুবরণ করে। এই ছোট্ট ত্রিপুরাকে আজ চোরাচালান কারবারীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। শুধু মাঝে মাঝে খবরের জেরে পুলিশ নামকেওয়াস্তে লোক দেখানো দহরম মহরম করে।আজ পর্যন্ত এই নেশা কারবারীদের একজনকে ও সাজা দিতে পারেনি রাজ্যের প্রশাসন। তাই আমরা বাঙালী দল রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে।৩) রাজ্যের বেকার সমস্যা সর্বকালীন রেকর্ড অতিক্রম করেছে অবিলম্বে স্পেশাল ড্রাইবের মাধ্যমে সমস্ত শূন্যপদ গুলো পূরণের ব্যবস্থা করতে হবে।৪) রাজ্যের কাঁচামাল কে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ১০০ শতাংশ স্থানীয় মানুষ তথা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।৫) অবিলম্বে সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।৬) নতুন করে বৈদ্যুতিক মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্তকে বাতিল করতে হবে।৭)রাজস্ব বৃদ্ধির জন্য সব ধরনের নেশা কারক দ্রব্যের লাইসেন্স দেওয়া চলবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ