গত ছয় মাস ধরে পানিয় জল না পেয়ে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে একপ্রকার ক্ষিপ্ত হয়ে অভিযোগ জানালেন এক ভুক্তভোগী ব্যক্তি

 গত ছয় মাস ধরে পানিয় জল না পেয়ে সাংবাদিকদের ক্যামেরার  মুখোমুখি হয়ে একপ্রকার ক্ষিপ্ত হয়ে অভিযোগ জানালেন এক ভুক্তভোগী ব্যক্তি। জানা গেছে গোলাঘাটি  বিধানসভার কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের পবিত্র সরকার এর বাড়ির নিকট দীর্ঘ  বছর আগে একটি পানীয় জলের পাম্প মেশিন বসে। 

এরপর গত কয়েক বছর আগে জল জীবন মিশন সকলকে মাধ্যমে এই পাম্প মেশিনের বিশুদ্ধ পানীয় জলের জন্য ফিল্টার সিস্টেম বসানো হয়। কিন্তু সেই জলের ফিল্টার এখনো চালু করা হয়নি  যার ফলে প্রতিদিন সকালে তিন চালালে বেশ কয়েক ঘন্টা যাবৎ একেবারে লাল জল বের হয়  তা নিত্য দিনের ঘটনা। এই সমস্যা তারপরেও আরো এক সমস্যা উঠে আসলো একই এলাকার দুই নং ওয়ার্ড থেকে। কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন বিশ্বাসের বাড়ি সহ একটি বাড়িতে ৬ মাস ধরে এই পাম্প মেশিনের জল আসছে না। তাদের এই সমস্যার কথা  ভুক্তভোগীরা একাধিকবার পাম্প অপারেটর রাজীব সরকারকে  এবং সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানানোর পরেও  এই ছয় মাসে পরিবারগুলিকে পানীয় জল দিতে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয় এক ভুক্তভোগী যুবক টুটন বিশ্বাস  সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে পানিয় জলের এই সমস্যার কথা জানাতে গিয়ে  ক্ষিপ্ত   হয়ে উঠেন। তিনি অভিযোগ করেন গত ছয় মাসে একাধিকবার পাম্প অপারেটর এবং ডি ডাব্লিউ এস দপ্তরকে জানালেও কোন সুরাহা পায়নি। তাদের নিত্য দিন এই পাম্প মেশিনের জল একমাত্র ভরসা, গত ছয় মাস ধরে পাম্প মেশিনের জল না পেয়ে তারা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। আরো অভিযোগ জায়গার মালিক পবিত্র সরকার এই পাম্প মেশিনের জল নাকি উনার ধান জমিতে সেচ হিসাবে ব্যবহার করছে আর এদিকে মানুষ  চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে সেদিকে তাদের কোন নজর নেই। তাই ভুক্তভোগী টোটন বিশ্বাস জানিয়েছেন আপনারা যদি আগামী এক দুই দিনের মধ্যে পাম্প মেশিনের জল না পান তাহলে পাম্প মেশিনে ঝুলিয়ে দেওয়া হবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ