তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকা থেকে দুই(২)জন সংখ্যালঘু অংশের সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য!
ঘটনার বিবরণে জানা যায় ,, দশমীঘাট এলাকায় সোমবার হঠাৎ করে এলাকাবাসীরা অজ্ঞাত পরিচয় দুই(২) জন ব্যাক্তি'কে দেখতে পেয়ে উনাদের আটক করে পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ তৈরি হয়। প্রাথমিকভাবে যদিও ধৃত দুই ব্যক্তি নিজেদের আসাম রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তার পরেও স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক দুই ব্যক্তি'কে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে ধৃতদের যখন আটক করা হয়েছিল তখন তারা মাদ্রাসার কালেকশন করতে এসেছেন বলে এমন দাবি করলেও তাদের বক্তব্যের স্ব-পক্ষে কোন বৈধ কাগজ বা প্রমাণ দেখাতে না পারায় সন্দেহ আরো ঘনীভূত হয়।
স্থানীয়দের অনুমান তারা পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক। এখন অপেক্ষা পুলিশি তদন্তের। পুলিশী তদন্তের পর বোঝা যাবে আসলে ধৃত দুই ব্যাক্তি বাংলাদেশের নাকি ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। তবে অপরিচিত দুই ব্যাক্তির আটক হওয়ায় এই এলাকাতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

0 মন্তব্যসমূহ