নির্বাচন ঘোষণা হবার পর থেকে ভারতীয় জনতা দলে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়

 নির্বাচন ঘোষণা হবার পর থেকে ভারতীয় জনতা দলে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়। প্রতিদিন ই বুথ সভা ও উঠান সভাতে সি পি আই এম এবং অন্যান্য দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছে।             


মংগলবার রাতে ও তেলিয়ামুড়া বিধানসভা এলাকার তেলিয়ামুড়া মন্ডলের অন্তর্গত ৫৪ নং বুথে উক্ত উঠান সভা অনুষ্ঠিত হয়। এই উঠান সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায়, পুর পরিষদের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান তথা মন্ডলের সহ সভাপতি নিতিন কুমার সাহা, সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই উঠান সভায় ১৩ পরিবারের ৪২ জন ভোটার সি পি আই এম ও অন্যান্য বিরোধী দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। দলের নবাগত দের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করেনেন বিধায়িকা সহ উপস্থিত মন্ডলের নেতৃত্বরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ