মঙ্গলবার সকালবেলা কৈলাশহর থানায় এসে ফটিকরার থানার অধীনে ফটিকছড়া শান্তিরবাজার এলাকার বাসিন্দারা দারস্ত হয়।

মঙ্গলবার সকালবেলা কৈলাশহর থানায় এসে ফটিকরার থানার অধীনে ফটিকছড়া শান্তিরবাজার এলাকার বাসিন্দারা দারস্ত হয়।


উনারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলেন উনাদের এলাকায় প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে, গত শনিবার রাত্রিবেলা কৈলাশহর থানার পুলিশ গরু বুঝাই গাড়ি একটি আটক করে পাশাপাশি গাড়ির চালক হারুন আলী নামে এক যুবককে গ্রেফতার করে কৈলাশহর থানার পুলিশ। উক্ত বিষয় নিয়ে একাধিক সংবাদ চ্যানেলে উক্ত খবরটি প্রকাশিত হয়, এলাকাবাসীরা জানায় উনাদের এলাকায় শনিবার গরু চুরি হয়েছিল বেশ কয়েকটি উনাদের প্রাথমিক অনুমান হারুন আলী উনাদের গরুগুলি চুরি করেছে কেননা হারুন আলীর বাড়ি ফটিকরায় থানার অধীনে রাধানগর এলাকায় তাই হারুন আলী উনাদের গরুগুলি চুরি করে নিয়ে গেছে বলে উনাদের প্রাথমিক অনুমান পরবর্তী সময় উনারা আজ কৈলাশহর থানায় এসে দরস্ত হন এবং উনারা কৈলাশহর থানার পুলিশের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং কৈলাশহর থানার পুলিশ বলে আমরা উক্ত বিষয়টি দেখব এরপর উনারা কৈলাশহর থানা থেকে চলে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ