বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় পাঁচ জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন পাশাপাশি বাংলাদেশে অর্ধশতাধিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে ।
এই সব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী । তাই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ কাঞ্চনপুর মিডিয়া ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসের সামনে ৩০ মিনিটের এক গন অবস্থান করা হয় । আজকের এই গনঅবস্থানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সেক্রেটারি প্রিয়ঙ্কর দেবনাথ ও সহ সভাপতি রূপঙ্কর মগ সহ কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সকল সদস্য অমৃত পাল , পুলক নাথ , হিরেন রিয়াং , সুকান্ত নাথ সনজিৎ রিয়াং , ইন্ডিয়ানগনঅবস্থানে উপস্থিত হয়ে কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সেক্রেটারি প্রিয়ঙ্কর দেবনাথ অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সে দেশে ভয়মুক্ত পরিবেশে যাতে আগের মতো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে যথার্থ উদ্যোগ নেওয়ার জন্য সে দেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ।

0 মন্তব্যসমূহ