প্রচারের শেষ লগ্নে সুধাংশুর দুর্নীতি কাণ্ডে ব্যাকফুটে শাসক দল

 প্রচারের শেষ লগ্নে সুধাংশুর দুর্নীতি কাণ্ডে ব্যাকফুটে শাসক দল। ============================( বৈদ্যনাথ ভট্টাচার্য)=== পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচাররের সময়সীমা আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে উত্তর এবং ঊনকোটি জেলায় জম জমাট প্রচার শুরু হয়েছে।


 প্রচারের প্রথম পর্যায়ে শাসক গেরুয়া শিবির বেশ এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে বিরো ধী শিবির মাঠে নামার কারণে প্রচা র প্রায় হাড্ডাহাড্ডি হয়ে উঠেছে। বর্তমানে উত্তর এবং ঊনকোটি জেলায় প্রচারে রয়েছেন বিরোধী জোটের হেভিওযেট নেতারা। ইতি পূর্বে প্রচার করে গেছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। গত কাল প্রচার করে গেছেন সর্বভার তীয় কংগ্রেস কমিটির সদস্য বিধা য়ক সুদীপ রায় বর্মন।আজ ঊন কোটি জেলা চষে বেড়াচ্ছেন রাজ্য বিধান সভার বিরোধী দলীয় নেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি ফটিকরায়ের গোকুল নগর বাজারে এক জনসভায় বক্তব্য রাখেন। আজ এসেছেন প্রদেশ বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস, বিধায়ক বিরজিত সিংহ। ফটিকরায় রাতাছড়াতে জনসভা করেন। কৈলাশহর তথা ঊনকোটি জেলা আগলে ধরে রেখেছেন বিধা য়ক বিরোজিৎ সিংহ। আজ থেকে আশিষ সাহা এবং জিতেন্দ্র চৌধুরী যৌথ প্রচার শুরু করেছেন। অন্যদি কে শাসকশিবিরে মন্ত্রী টিংকুরায় য় সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস,মন্ত্রী সান্তনা চাকমারা প্রচারের দুর্গ রক্ষা করে চলছে।শাসক দল ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই বলে প্রচার করছেন। প্রচারে মোদী এবং মানিক জমানার সাফল্যের কথা তুলে ধরছেন। অন্যদিকে বিরোধীরা উত্তর ও ঊনকোটি জেলায় সফরে এসে এবারের প্রচারের টার্গেট করেছেন মন্ত্রী সুধাংশু দাস কে। বিশেষত সুদীপ রায় বর্মন ফটিকরায়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশুদাসকে ছানাবড়া করে ফেলেছেন। সুধাংশুর দুর্নীতির ইসু বিরোধী দলের নেতারা প্রচারে অন্যান্য বিধান সভায় ও টেনে নিয়ে চলছেন। সুধাংশুর অন্তদ্বয় পরিবা র কি করে কোটি কোটি টাকার মালিক হলেন এপ্রশ্ন তোলা হয়েছে। অন্তদয় পরিবারের থেকে আসা সুধাংশু দেড় বছরের মাথাতেই বিয়েতে সাত কোটি টাকা খরচ করেছেন বলে বিধায়ক সুদীপ রায় বর্মন জনসভায় বক্তব্য রেখেছেন। কংগ্রেস এবং সিপিএম দলের নেতারা বিধায়ক ভ্রাতার কোটি কোটি টাকার ঠিকাদারি ব্যবসা এবং সদ্য সুধাংশুর বউ দেবমিতা দাস স্বাস্থ্য দপ্তরে বিনা পরীক্ষায় চাকরি পেয়েছেন এই সমস্ত বিষয় তুলে ধরা হচ্ছে। ইন্ডিয়া জোট বক্ত ব্য রাখতে গিয়ে বলেন সুধাংশু কে একদিন না একদিন জেলে যেতে হবে। সুধাংশুর বিরুদ্ধে বিরোধীরা একের পর এক অভিযোগ আনা হলেও শাসক দল বিজেপি জুতসই উত্তর দিতে পারছে না। এতে করে বিরোধীদল প্রচারে ফায়দা তুলছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলে বক্তব্য। প্রচারের আরো দুই দিনবা কি। এই সময়ে উত্তর ও ঊনকোটি জেলায় শাসক এবং বিরোধী শি বির কোমর বেঁধে মাঠে নামছে বলে আভাস পাওয়া গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ