কলসি ফাতিছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যু হলো এক ব্যক্তির!

 কলসি ফাতিছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যু হলো এক ব্যক্তির!


ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার রাত্রি বেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী ফাতিছড়া এলাকায় মংপু মগ (৪১) নামে একব্যক্তি বাইসাইকেলে করে বাড়ীথেকে বাজারে যাবার পথে রাস্তায় পরেথাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে। এতেকরে ঘটনাস্থলে প্রান হারায় মংপু মগ। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতেপায় রাস্তার মধ্যে একটি বিদ্যুৎপরিবাহী তার পরেরয়েছে। এই তারের সংস্পর্শে এসে মংপু মগ বাইসাইকেল নিয়ে রাস্তায় পরেরয়েছে। পরবর্তীসময় পুলিশের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযাওয়াহয়। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারে লোকজনেরহাতে তুলেদেওয়াহবে। এই দুর্ঘটনাসম্পর্কে সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। ওসি জানান এইব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতেনেওয়াহয়েছে। তদন্তের মাধ্যমে যদিপ্রকাশহয় মৃত্যুর পিছনে কারোর কোনোপ্রকার গাফিলতিরয়েছে তাহলে পুলিশ এইব্যাপারে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহনকরবে। ময়নাতদন্তের রিপোর্টে উঠেআসবে মৃত্যুর আসল রহস্য। মংপু মগের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ