আমরা বাঙালী দলের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে বন্যাত্রাণ বিতরণ করা হয়।
রবিবার ৮ ই সেপ্টেম্বর।আজ আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কমিটির উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে বন্যাত্রাণ বিতরণ করা হয়। আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতাপ গড় ও তার আশপাশের এলাকার বন্যা কবলিত মানুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। সকলের সাহায্য সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। প্রচার সচিব দুলাল ঘোষ। কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস সহ আমরা বাঙালী দলের অন্যান্য প্রতিনিধিগণ।আজ দুপুরে তেলিয়ামুড়াতেও আমরা বাঙালী দলের উদ্যোগে স্থানীয় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


0 মন্তব্যসমূহ