বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

 আজ ১৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (৩/১০/২৪ইং) বৃহস্পতিবার ,বাঙালী মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, শিবনগর রাজ্য কার্যালয়ে প্রায় ১৫০ জন দুস্থ মহিলা পুরুষদের মধ্যে শারদোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

এখানে উপস্থিত ছিলেন বাঙালী মহিলা সমাজ এর ত্রিপুরা রাজ্য সচিব সীমন্তি দেব, সহঃসচিব চন্ডী দেবনাথ, সংস্কৃতিক সচিব ঝুমুর রায় সাহা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মহিলা সচিব বলেন-শারদীয় দুর্গোৎসব বাঙালী জাতির শ্রেষ্ঠ উৎসব।


 এই উৎসবে বাঙালী সহ সকল জাতি ধর্মের মানুষই নতুন বস্ত্র পরিধান করে আনন্দে মেতে উঠেন। কিন্তু অর্থনৈতিক ভাবে দুর্বল অংশের মানুষের ক্ষেত্রে নতুন কাপড় পড়া অসাধ্য হয়ে পরে। আমাদের এই সামান্য আয়োজন কিছু সংখ্যক মানুষের মুখে হলেও হাসি ফুটাতে পারবে। আমরা এই ধরনের ত্রাণ কার্য সবসময় করে থাকি। আমরা মনে করি জীবের সেবাই প্রকৃত ঈশ্বরের সেবা। নিঃস্বার্থ সেবার তুলনা নাই। শারদীয়া দুর্গোৎসব সবার মধ্যে নতুনভাবে আশার আলো জাগিয়ে তুলুক, সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে নতুন ভাবে বাঁচতে শিখুক, সকল সামাজিক সংস্থা, ক্লাব, পূজা কমিটি আরো বেশি করে এ ধরনের সেবামূলক কাজ করুক-এইবার বার্তাই আজকের দিনে সকলকে দিতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ