ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ২ নং ইউনিয়নের শিমরাইল ৫ নং ওয়ার্ডের বেদন মিয়ার নামে ধর্ষেণ চেষ্ঠার অভিযোগ তুলেছেন তার আপন ভাগ্নি লিজা আক্তার।

 ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ২ নং ইউনিয়নের শিমরাইল ৫ নং ওয়ার্ডের বেদন মিয়ার নামে ধর্ষেণ চেষ্ঠার অভিযোগ তুলেছেন তার আপন ভাগ্নি লিজা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া থেকে রিপোর্ট 

 দ্বীন ইসলাম


ভুক্তভোগী লিজা আকতার জানান, দীর্ঘদিন ধরে আমার আপন মামা বেদন মিয়া আমাকর যৌন হয়রানি করে আসছেন এবং রাত্রি যাপনের কু-প্রস্তাব দিতে থাকেন। আমি তার কু প্রস্তাবে রাজি না হওয়াতে পূর্ব পরিকল্পিতভাবে রাতে সুকৌশলে আমার ঘরে প্রবেশ করে আমার শ্লীলতাহানি চেষ্ঠা চালায়। লিজা আক্তার আরো জানান মামা বেদন মিয়াঁর এসব খারাপ আচরনের কথা তার মাকে জানালেও তার মা কোনো বিষয়টি আমলে নেননি।


বেদন মিয়াঁর বিরুদ্ধে লিজা আক্তার শ্লীলতাহানি চেষ্ঠার অভিযোগ এনে ২৩ সেপ্টেম্বর

ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।


সূত্র বলছে, বেদন মিয়া একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ