দোকান সিদ করে দুঃসাহসিক চুরি।

দোকান সিদ করে দুঃসাহসিক চুরি।

*বক্সনগর প্রতিনিধি।* 

দোকানের পেছন দিয়ে সিদ করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করল চোরের দল।ঘটনা সোনামুড়া থানা দিন কাঠালিয়া মুড়া এলাকায়।


জানা যায় সোনামুড়া থানা দিন,গ্রানতলী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক মিয়ার ছেলে ফজর আলী দীর্ঘ চার বছর ধরে একটি দোকান পরিচালনা করে, কোন রকমে সংসার পরিচালনা করছেন। অন্যান্য দিনের নেয় দোকানদার ফজর আলী সকালে দোকান খুলতে এসে দেখেন,তার দোকানের একটি জানালা খোলা,এরপর লক্ষ্য করলেন দোকানের টিনের বেড়ার সঙ্গে বড় গর্ত, এবং দোকানের জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে রয়েছে, তখন দোকানদার ফজর আলী বুঝতে আর বাকি রইল না যে, তার দোকানে চুরি হয়েছে। নগদ ১০০০ টাকা ও ৩০ হাজার টাকার বিভিন্ন দ্রব্য সামগ্রী ও তার বাকি খাতা চুরি করে নিয়ে যায় চোর। যে চোর তার দোকানে চুরি করেছে, চুরি করে যাওয়ার সময় তার মাথার একটি ক্যাপ দোকানে ফেলে যায়,দোকানদার ফজর আলী সেই মাথার কেপটি দেখে চোরকে চিহ্নিত করতে পারেন, এই মাথার কেপ তো একই ওয়ার্ডের হালিম মিয়ার ছেলে আমির হোসেনের, যে আমির হোসেন গতকাল সন্ধ্যায় মাথায় এই কেপটি পড়ে দোকানে এসেছিল। এরপর দোকানদার ফজর আলী, সঙ্গে সঙ্গে আমির হোসেনের বাড়িতে গিয়ে দেখেন, সে আর বাড়িতে নেই, দোকানদার ফজর আলী তাকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। অবশেষে দোকানদার ফজর আলী এই আমির হোসেনের বিরুদ্ধে চুরির সন্দেহে সোনামুড়া থানায় নাম দিয়ে লিখিতভাবে চুরির মামলা দায়ের করেন।এখন পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে রয়েছে ফজর আলী সহ গোটা এলাকা। তবে একবার নয় তার দোকানে গত চার বছরে দুবার চুরি হয়েছে। সংসারের আয়ের উৎস এ দোকান,এ দোকান চুরি হওয়ার ফলে দোকানদার ফজর আলী মানসিক দিক থেকে অনেক টাই ভেঙ্গে পড়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ