সিঙ্গীছড়া 2 নং বাজার সংলগ্ন স্কুল মাঠে বিজেপির শহীদ স্মরণ সমাবেশ

 সিঙ্গীছড়া 2 নং বাজার সংলগ্ন স্কুল মাঠে বিজেপির শহীদ স্মরণ সমাবেশ, উপস্থিত বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক

উল্লেখ থাকে ২০০২ সনের ১৩ই জানুয়ারি দুই নংবাজারে উগ্রপন্থীদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল রাজপথ। প্রায় ১৬টি তরতাজা প্রাণ সেদিন চলে গিয়েছিল উগ্রপন্থীদের গুলিতে। তাদেরকে স্মরণে রেখে অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ সমাবেশ এই সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়, খোয়াইজেলা বিজেপি দলের সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস, মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, রঞ্জন দাস বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অভিজিৎ দত্ত ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব, আজকের শহীদ স্মরণ সমাবেশে কার্যকর্তা ছিল চোখে পড়ার মতো, বিধায়ক পিনাকী দাস চৌধুরী উনার আলোচনায়, বলেন সিপিএম সন্ত্রাসের দল, উগ্রবাদীর দল, চক্রান্তকারী দল, সুতরাং চোখ কান খোলা রেখে চলতে হবে , আবারো ‌খোয়াইতে ষড়যন্ত্র চলছে কোন অবস্থাতেই এই ষড়যন্ত্রের ফাঁদে পা নারিকে উন্নয়নের স্বার্থে উন্নয়নের পথে চলার জন্য জনগণ এবং কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন, উনি সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য বলেন আর কোন অবস্থ যেন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট জয়ী হতে না পারে সেদিকেও নজর রাখবেন, এই কথাগুলি বলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। উনার আলোচনায়, তুলে ধরেন শুধু শিঙ্গি চড়া নয়ধলাবিল কল্যাণপুর গনকি কলোনি সহ খোয়াই জেলার শত শত লোক বামফ্রন আশ্রিত উগ্রপন্থীদের হাতে খুন হতে হয়েছে, আমার পরিবারকেও ধ্বংস করে দিয়েছ, দুই দুটি তরতাজা প্রাণ দীপঙ্কর এবং দিলীপ নাথ শর্মা আমার বড় ভাই উগ্রবাদীদের হাতে বামফ্রন্ট শাসনে খুন হতে হয়েছে, ২০১৮ সনে রাষ্ট্রীয় সরকার আসার পর কয়টা মার্ডার খুন রাহাজানি হয়েছে, আপনারা বলুন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে, অগ্রগতির দিকে খোয়াই চলছে, ১৬ জন প্রাণ হারানো পরিবারের লোকজনদের হাতে অঙ্গ বস্ত্র ফুল মিষ্টি প্যাকেট দিয়ে সংবর্ধনা করা হয় আজকের শহীদ স্মরণ সমাবেশে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ