ট্যুরিজম প্রমো ফেষ্ট উদ্বোধনের পর থেকে ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে পর্যটকদের ভিড় বেড়েই চলছে।
বর্তমানে দেশ বিদেশের পর্যটকদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জ। প্রতিদিন হাজার হাজার পর্যটকদের সমাগম দেখা যাচ্ছে ।
অপর দিকে গত ২৮ ডিসেম্বর বারজন পর্যটকদের নিয়ে একই স্থানে একটি নৌকা ডুবে যায় । যদিও স্থানীয় যুবকদের প্রচেষ্টায় অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পরেও সরকারের টনক নড়েনি। জানা যায় সরকারি কাগজপত্রে নারিকেল কুঞ্জে ভ্রমণ পিপাসুদের জন্য একাধিক বিধি নিষেধ অরুপ করা হয়েছে।নারিকেল কুঞ্জে ব্যবহৃত বোট গুলিতে লাইফ জ্যাকেট ও লাইফ বয় থাকা অত্যাবশ্যকীয় । ডুম্বুর জলাশের ব্যবহৃত ছোট বোটে পনের জন, ফাইবার টরিজম বোটে বিশ জন,বড় বোটে পঁচিশ জন যাত্রী বহন করতে পারবে। এর অধিক যাত্রী বহন করলে তার বিরুদ্ধে সরকার পদক্ষেপ গ্রহণ করবেন ।
ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ সরকারের নির্দেশিকা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একাংশ বোট মালিক মর্জি মাফিক যাত্রী বহন করে যাচ্ছে। নেই কোন প্রশাসনের নজরদারি। ফলে ঘুরতে আসা সাধারণ পর্যটকরা একাধিক সমস্যা পড়তে হচ্ছে। পর্যটকদের দাবি পর্যটন দপ্তর কিংবা পর্যটন মন্ত্রী ওই সকল বিষয় গুলি গুরুত্ব সহকারে দেখার।
0 মন্তব্যসমূহ