আবারও সমাজ সেবায় এগিয়ে এল কৈলাশহরের জার্নালিস্টস ক্লাব।
এবার কৈলাশহর জার্নালিস্টস ক্লাব শনিবার রাত্রিবেলা কৈলাশহর ভীষণ টিভির কনফারেন্স হল ঘরে অংকন মেধাবী এক ছাত্রীকে আর্থিক ভাবে সাহায্য করতে দেখা যায়, উল্লেখ থাকে যে কৈলাশহর শ্রীরামপুর এলাকার বাসিন্দা রাজু বাহাদুর সিং নামে এক ব্যক্তির মেয়ে মেঘা সিং সে বিগত কয়েকদিন পূর্বে কৈলাশহরে অনুষ্ঠিত জেলাভিত্তিক ইয়ুথ ফেস্টিবলে অংকন মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে , এবং সে কৃতিত্ব অর্জন করে পরবর্তী সময় সে রাজ্যভিত্তিক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানেও মেঘা সিং কৃতিত্ব অর্জন করে।
মেঘা সিং সর্বভারতীয় অংকন মেধা পরীক্ষায় অংশগ্রহণ করতে আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। মেঘা সিংএর পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল, মেঘা সিং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রী পাশাপাশি ত্রিপুরা আর্ট সোসাইটির ছাত্রী বলেও মেঘা সংবাদ মাধ্যমকে জানায়, তাই মেঘা সিংকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কৈলাশহর জার্নালিস্টস ক্লাব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাশহর জার্নালিস্টস ক্লাবের সভাপতি উত্তম দেব, সহ-সভাপতি উত্তম সিনহা, সম্পাদক নারায়ণ সাহা, কোষাধক্ষ্য সুজাতা পাল সাহা, সহ-সম্পাদক শুভঙ্কর দাস, সহ-সম্পাদক আজীর মিয়া, অফিস সম্পাদক আব্দুল সুফান, সাংবাদিক রাজু দেব, সাংবাদিক অধিপ দেব। পাশাপাশি আগামী দিনেও মেঘা সিংয়ের পাশে থাকার আশ্বাস দেয় কৈলাশহর জার্নালিস্টস ক্লাব।
0 মন্তব্যসমূহ