দুটি পর্যায়ে একশত করে মোট দুইশত নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় উক্ত পরিক্ষাটি। পরিক্ষায় সফলতমদের হাতে প্রদান করা হবে শংসা পএ। যে শংসা পএের মাধ্যমে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকারের সুবর্ণ সুযোগ। সংশ পএ টিতে ভারত সরকার দ্বারা সৃকৃতি প্রাপ্ত ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন এর অনুমোদন রয়েছে। এছাড়াও এই প্রশিক্ষন কেন্দ্রে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দ্বারা কোর্ডিং সহ ও,এম,আর সিটে পরিক্ষা গ্রহনের সুবিধা। উক্ত পরিক্ষা গ্রহন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর কৃষানু পাল, সুনির্মল সিনহা, কমল সিনহা, নিলিমেশ দেব সহ বিশেষজ্ঞ শিক্ষ বৃন্দরা। ঊনকোটি জেলায় কম্পিউটার এডুকেশনে সুরসী ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এই ধরনের কর্মসূচি গ্রহণ কে ঘিরে ছাএ ছাএি সহ শিক্ষক অভিবাবক মহলে খুশির বাতাবরন পরিলক্ষিত হয়।

0 মন্তব্যসমূহ