বোধজংনগর থানার নেশা বিরোধী অভিযানে ড্রাগস সহ গ্রেফতার আর কে নগর এলাকার কুখ্যাত নেশা কারবারি রাজু মিয়া

 বোধজংনগর থানার নেশা বিরোধী অভিযানে ড্রাগস সহ গ্রেফতার আর কে নগর এলাকার কুখ্যাত নেশা কারবারি রাজু মিয়া


মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল বোধজংনগর থানার পুলিশ। বোধজংনগর থানাধীন আর কে নগর এলাকার পঞ্চায়েত টিলা স্থিত বাহার মিয়ার বাড়িতে এই নেশা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ ড্রাগস,নেশা ট্যাবলেট সহ নেশা কারবারি বাহার মিয়ার ছেলে রাজু মিয়াকেও গ্রেফতার করতে সক্ষম হয়।এই নেশা বিরোধী অভিযান নিয়ে বোধজংনগর থানার ওসি প্রশান্ত কুমার দে জানান গোপন সংবাদের ভিত্তিতে আর কে নগর বাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পান এবং তার ছেলে নেশা কারবারি রাজু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।উদ্ধার হওয়া প্রায় ৩০ গ্রাম ড্রাগসের  বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। পাশাপাশি নেশা কারবারি রাজু মিয়ার বিরোদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী  নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্র মারফত জানা যায়  আর কে নগর এলাকায় বাহার মিয়ার ছেলে কুখ্যাত নেশা কারবারি বলেই পরিচিত এবং অবশেষে দীর্ঘদিন বাদে তাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।পুলিশের নেশা বিরোধী অভিযানে এই সাফল্য এবং নেশা কারবারি গ্রেফতারে এলাকার মানুষ খুশি এবং দাবি তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হুশিয়ারি বাস্তব প্রয়োগ হোক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ