বক্সনগর থেকে ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত এক মহিলা।
মহকুমার সীমান্তবর্তী এলাকা গুলির সিংহভাগ লোকোই এপার ওপার বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে। মহকুমার তিনটি সীমান্তবর্তী বিধানসভায় পাঁচার বাণিজ্য করিডোর,এক কথায় বলা চলে অবৈধ এবং অপরাধ দুই নম্বরি ব্যবসা-বাণিজ্য জগতের মুখ্য কেন্দ্রস্থল হিসাবে সংবাদ শিরোনাম উঠে আসছে সোনামুড়া মহকুমার নাম। প্রতিদিন পাঁচার বাণিজ্যের মালামাল, বিএসএফ পুলিশ কাস্টম না নারকোটি ডিপার্টমেন্ট এবং রাজ্যের বিভিন্ন গোয়েন্দা শাখা অফিসারগণ ধর পাকর করছে, কিন্তু তারপরও পাচার বাণিজ্যের রাসটানতে পারছে না প্রশাসন। আর সীমান্তে রয়েছে বিএসএফের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ আক্রমণ পাল্টা আক্রমণ গুলি বিদ্য হচ্ছে পাচারকারী, মারাও যাচ্ছে নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে সী মান্তবর্তী এলাকা গুলি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১:৩০ মিনিট হইতে ভোর পাঁচটা পর্যন্ত এন সি বি, বিএসএফ, এবং কলম চৌড়া থানা, পুলিশ প্রশাসনের যত উদ্যোগে নেশা কারবারীদের বাড়িতে অভিযান চালায়। মধ্য বক্সনগরের আলেক, খালেক,দুই ভাইয়ের বাড়িতে অপারেশন করেন প্রশাসন। লিপিয়ারা খাতুন, (৩৩)বছর, স্বামী অমল হোসেন, তার নিজ ঘর থেকে আনুমানিক দেড় থেকে দুইটার মধ্যে ১৬ কার্টুন ইয়াবা নেশার ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন। ষোল কাটুনে এক লক্ষ ৬০ হাজার, নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।। যার বর্তমান বাজার মূল্য ১৬ কোটি টাকার উপরে। আজ সকালে পুলিশ প্রশাসন এন সি বি, এবং বিএসএফের, আই বি ব্রাঞ্চের অফিসাররা জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছেন লিপিয়ারা খাতুন কে।এন ডি পি এস, মামলা দায়ের করেছে প্রশাসন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে মেডিকেল করার জন্য বক্সনগর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, এবং আজ সোনামুড়া আদালতে তাকে সোপার্দ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ