আবারও এক গৃহবধুর উপর নির্যাতনের অভিযোগ

আবারও এক গৃহবধুর উপর নির্যাতনের অভিযোগ! 

ঘটনার বিবরণে জানা যায় বৈরাগী বাজার মিনা সরকার কে ১২ বছর আগে মেলাঘর পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের লেংটা দরগার মানিক সরকারের ছেলে সুজন সরকারের সাথে সামাজিক রীতি মেনে বিয়ে হয়েছিল।বিয়ের দুই বছর পর থেকে মিনারানী সরকারের উপর স্বামী সুজন সরকার এবং তার শশুর শাশুড়ির সহ নির্যাতন শুরু করে। এবং নির্যাতনের মাত্রা অতিরিক্ত না হওয়াতে মিনারানী সরকারের দুইটি মেয়ে সন্তান জন্ম নেয় একজনের বয়স ১১ এবং একজনের বয়স ৬ এবং মিনারানী সরকার আবার অন্তঃসত্ত্বা হয়, তারপর থেকে শুরু হয় প্রতিনিয়ত নির্যাতন এবং নির্যাতনের মাত্রা এতটাই গভীর হয়েযাই যার ফলে মিনারানী সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী সুজন সরকারের বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যাই,তারপর মিনারানী সরকারের বাপের বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম নেয় যার বয়স এখন ৬ মাস। এবং পুত্র সন্তান হওয়ার ছয় মাস পর এলাকাবাসী একটি সালিশি সভা করে, মিনারানী সরকারকে পুনরায় স্বামী সুজন সরকারের বাড়িতে দিয়ে আসেন। কিন্তু কিছুদিন ঠিকঠাক চললে ও বিগত কয়েকদিন ধরে আবার নির্যাত শুরু করে মিনারানী সরকারের উপর তার শ্বশুরবাড়ি লোকজন। এবং গতকাল রাতে স্ত্রী মিনারানী সরকা কে মারধর করতে গেলে এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে শাশুড়ি খুকু রানি সরকার এলাকাবাসীদের বিশ্রী বাসায় গালিগালাজ করতে থাকে। এবং এদিকে স্ত্রী মিনারানী সরকারের অভিযোগ তার স্বামী সুজন সরকার নাকি পরকীয়াতে যুক্ত তার ফলে প্রতিনিয়ত নির্যাতন করেন তার ওপর। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটি খুব সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চাইছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ