লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে ফের নিশি কুটুম্বদের আনাগোনা বিশালগড় থানা এলাকায়!

 লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে ফের নিশি কুটুম্বদের আনাগোনা বিশালগড় থানা এলাকায়! 

মঙ্গলবার রাতে হরিশ নগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি। ঘটনায় বিশালগড় থানা এলাকায় নৈশ কালীন নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।জানা গেছে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন হরিশ নগর এলাকায় পরিমল দেবনাথ এর বাড়ি থেকে চারটি গবাদি পশুর মধ্যে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চুরের দল। বুধবার সকালে ঘুম থেকে উঠলে বাড়ির লোকদের নজরে আসে চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পরিমল দেবনাথ জানায় গবাদি পশু প্রতিপালন করেই তার সংসার চলে। গরুটি চুরি হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছে তার পরিবার। তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার গরুটি উদ্ধার করে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

বাইট:- গরুর মালিক।

 যদিও বাংলাদেশে অবৈধ গরু পাচারের মূল করিডর হিসেবেই পরিচিত বিশালগড় থানা এলাকা। থানা বাবুদের সঙ্গে এক প্রকার রফা করেই এই বিশাল গোপাচার এর রেকেটটি চালায় বাজারকারীরা। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ চুরি হয়ে যাওয়া গবাদি পশুটি উদ্ধার করতে কোন সদর্থক ভূমিকা গ্রহণ করে কিনা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ