ত্রিপুরা সোনামুড়া কালিখলা ভিলেজের মাতামপুরি গ্রামে বিগত ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধু!
১৫ দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ, জন্মদাত্রী মা মেয়ের সন্ধানে উন্মাদ হয়ে বিভিন্ন দেবালয়ে প্রার্থনা করে কান্নাকাটি করছেন। অপরদিকে মেয়েটি কোথায় আছে সন্ধানের জন্য পুলিশের কাছে লিখিতভাবে বিষয়টা জানিয়েছেন। কিন্তু ১৫ দিন চলে এখনো কোনো হদীশ পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, কালিখলা ভিলেজের মাতাম্বারি গ্রামের নারায়ণ পালের মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল আনুষ্ঠানিক ভাবে নির্ভয় পুর গ্রামে। মেয়েটির স্বামীর নাম কৃষ্ণ মজুমদার।
১৫ দিন আগে শিপ্রা রানী স্বামীর বাড়ি থেকে ছোট্ট দুই সন্তান কে নিয়ে বাপের বাড়িতে আসে। যেদিন আসে তারপর দিন ছিল মঙ্গলবার।
সকাল ৯ টায় শিপ্রা পাল( মজুমদার) বয়স ২২। কিছু প্রয়োজনীয় কাগজ পত্র ঠিক করানোর জন্য সোনামুড়া যায় একাই।
তারপর থেকে আজ অব্দি ১৫ দিন চলে বাড়িতে এখনো ফিরে আসেনি। কোথায় গেল তিন দিন ধরে খোঁজাখুঁজি করা হয়েছে আত্মীয়-স্বজনের বাড়িতে , কিন্তু কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। চতুর্থ দিন লিখিতভাবে যাত্রাপুর থানায় পুলিশের কাছে বিষয়টা জানানো হয়।
কিন্তু অদ্যাবধি কোন সন্ধান মিলছে না, পরক্ষণে সংবাদ কর্মীর দ্বারস্থ হয়। গর্ভধারিণী মা এখন বিভিন্ন দেবালয়ে গিয়ে মেয়ের উদ্দেশ্যে কান্নাকাটি করছে, আর কোন সহৃদয় ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন অভিভাবকের এই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য আবেদন জানাচ্ছেন। ফোন নাম্বারঃ=6009193939
মাতাম্বারি, জোটন পাল ।
সোনামুড়া, ত্রিপুরা।

0 মন্তব্যসমূহ