কুমারঘাটে পিডব্লিউডি মাঠে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

 কুমারঘাটে পিডব্লিউডি মাঠে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। গতকাল রাতে বিশেষ বিমানে তিনি আগরতলায় এসেছেন। গতকালল তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি নেতা যিষ্ণু দেববর্মা, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা।

পূর্ব নির্ধারিত ঘোাষণা অনুযায়ী আজ দুপুর আনুমানিক ১টা নাগাদ কুমারঘাটে পিডব্লিউডি মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোট আর তাকে কেন্দ্র করেই এই নির্বাচনী প্রচারে কুমারঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উনার সফর সঙ্গী ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মন, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য,তিপ্রা মোথা দলের চিফ মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মন, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাশ, মন্ত্রী স্বান্তনা চাকমা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক ভগবান দাস, বিধায়ক বিনয় ভূষন দাস, বিধায়ক মনোজ দেব সহ আরও অন্যান্যরা। 

স্বাগত বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। জনসভার মঞ্চে মূখ্যমন্ত্রী মানিক সাহা,প্রাক্তন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তিপ্রা মোথা দলের চিফ মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মন কংগ্রেস এবং সিপিআই(এম) এই দুই দলের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন যে, বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেসব উন্নয়ন মূলক কাজ করেছেন তারফলে দেশে পুনরায় বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হবে আর, নরেন্দ্র মোদী ফের তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাছাড়া বিগত ৬৫বছরে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোর জনজাতি যুবকদের হাতে কংগ্রেস দলের সরকার বন্দুক তোলে দিত। আর, বিগত দশ বছরের বিজেপি দলের সরকার জনজাতি যুবকদের হাতে বন্দুক তোলে না দিয়ে ল্যাপটপ কিংবা কাজের গ্যারান্টির নিযুক্ত পত্র তোলে দিয়েছে। ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্যও কেন্দ্রের বিজেপি দলের সরকার বদ্ধ পরিকর বলে জানান অমিত শাহ। এছাড়াও তিনি বলেন মোদীজির উপর বিশ্বাস রেখে পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য। আর মোদীজির জয়ে হলেই আগামী দিনে বিকসিত হবে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য সহ ত্রিপুরাও।

ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ