ভোটের মুখে একের পর এক ধশ কমলাসাগরের বিরোধী শিবিরে।
যারা বিরোধীদল ছেড়ে শাসক দলে যারা বিজেপিতে যোগদান করেছেন তারা জানিয়েছেন বাম আমলের সিপিআইএম সাধারণ মানুষদেরকে ঘুমে রেখে শুধু ব্যবহার করেছে, সি আইএম এর মিছিলে না হাঁটলে কিংবা চাঁদা না দিলে কেউ কোনো সরকারি সুবিধা পেত না। সিপিএম সবসময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করত, তারা কোনদিনও সাধারণ মানুষের কথা ভাবেনি তাই তারা সিপিআইএমকে স্বার্থবাদী দল বলে আখ্যায়িত করেছে। দেশের নরেন্দ্র মোদির নেতৃত্বে যে সরকার চলছে দেশে এবং রাজ্যে যতটুকু উন্নয়নমূলক কাজ হয়েছে তা আগে কোন সরকার করতে পারেনি তাই তারা বিজেপি সরকারের নিঃস্বার্থ উন্নয়নমূলক কাজে আপ্লুত হয়ে বিরোধী দল সিপিআইএম ত্যাগ করেন বিজেপিতে যোগদান করেছেন। মঙ্গলবার কমলাসাগর বিধানসভার বেশ কয়েকটি বুথে যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিন হরিশনগরের জনজাতি এলাকার ভূথ সভাপতি অঞ্জন সিংয়ের উদ্যোগে ১ উঠান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৮ মোট ৪২ ভোটার বিরোধী দল ত্যাগ করে শাসক দল বিজিপিতে যোগদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল যুব মোর্চার সভাপতি চন্দন বণিক ভূথ সভাপতি অঞ্জন সিং এবং উপ প্রদান গোবিন্দ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন নবাগতদের ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দিয়ে বরণ করেন নেতৃত্বরা। অন্যদিকে বিদায়িকা অন্তরা সরকার দেবের হাত ধরে ০৪ নং বুথে থেকে ১০ পরিবারের ৬৭ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।

0 মন্তব্যসমূহ