আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য সোনামুড়া থানা পুলিশের!

 আবারো নেশা বিরোধী

অভিযানে সাফল্য সোনামুড়া থানা পুলিশের!

গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৭৫০০ বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।আটক এক কার বাড়ি। ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানা দিন রাঙ্গামাটিয়া ৩ নং ওয়ার্ডে। বিবরণে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন রাতে থানা এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে তাজুল ইসলাম পিতা মৃত দুদুমিয়া তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে দু ধরনের নিষিদ্ধ কফ সিরাপ কোর এক্স এবং ফেনসিডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেন এরবাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফেনসিডিল এবং কোর এক্স এর বোতল উদ্ধার করা হয়। যেখানে 2400 বোতল করেক্স এবং ৫১০০ বোতল ফেনসিডিল। যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু অপর কারবারে ইমরান হোসেন পুলিশের আজ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনায় একটি এন বি পি এস মামলা হাতে নিয়েছে পুলিশ বলে জানান থানার ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ