গতকাল রেশনবাগান এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হয়েছিল নাম জয়ন্তী দেবনাথ বয়স ২০ বাড়ি রেশন বাগান এলাকায়।।

গতকাল রেশনবাগান এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হয়েছিল নাম জয়ন্তী দেবনাথ বয়স ২০ বাড়ি রেশন বাগান এলাকায়।।


স্বামীর চন্দন দেবনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান গৃহবধূর নার্ভের সমস্যা ছিল দীর্ঘদিন ধরেই পাশাপাশি তার চিকিৎসাও চলছিল।। তাদের একটি সন্তানও রয়েছে বলে জানা যায়।।এবং আজ তার মৃত দেহ পাওয়া যায় বলদাখাল ব্রিজের নিচে।। খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানা এবং বোজংনগর পুলিশকে।। পুলিশ এসে মৃত দেহটি ময়নাত দন্তের জন্য আগরতলা জিবি হাসপাতালে মরগে পাঠিয়ে দেন।। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ