২২ সোনামুড়া মন্ডলের যুব মোর্চার উদ্যোগে পশ্চিম ত্রিপুরার আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে জয়ী করার লক্ষ্যে মেলাঘরে এক বাইসাইকেল রেলি করা হয়।
ঐদিন বাইসাইকেল রেলিটি শুরু হয় মেলাঘর বিউসি থেকে। বাইসাইকেল রেলিটি মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর ইন্দিরা নগর এস বি স্কুল সংলগ্ন এলাকা ঘুরে এসে মেলাঘর ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের সামনে সমাপ্ত হয়। ঐদিন বাইসাইকেলে রেলিতে পা মেলান সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের বিজিপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, যুব মোর্চার সিপাহী জলা জেলার দক্ষিণাঞ্চের বিজেপির সভাপতি শুভঙ্কর সরকার, সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস,সোনামুড়া মন্ডলের যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস সহ আরো অন্যান্যরা।বাইসাইকেল রেলির শেষে একান্ত এক সাক্ষাৎকারে সিপাহীজলা জেলার যুব মোর্চার দক্ষিণাঞ্চের সভাপতি শুভঙ্কর সরকার বলেন।

0 মন্তব্যসমূহ