জমে উঠেছে সোনামুড়ার ঈদের বাজার।।

 জমে উঠেছে সোনামুড়ার ঈদের বাজার।।

ঈদ এবং চৈত্র মাসের কিনা কাটায় জমজমাট হয়ে উঠেছে সম্প্রতির শহর সোনামুড়া বাজার, এক দিকে যেমন চলছে চৈত্র মাস, অন্য দিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান, আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উলুম ফিতর, ১০ কিংবা ১১ এপ্রিল নতুন চাঁদ দেখার সাথে সাথে পালিত হবে ঈদ উলুম ফিতর, ঈদ উপলক্ষ এক দিকে যেমন বাড়ি ঘরে সেমাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা, অন্য দিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে, সম্প্রতীর শহর সোনামুড়ারার ব্যবসায়ীরা বছরে দুইটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গাপুজো অপরটি ঈদ,


 এই দুই উৎসবেই তারা মূলত ব্যবসা করে থাকে, গত কয়েক বছরের তোলনায় এবছর জমজমাট ব্যবসায়ীদের ব্যবসা, অন্যান্য বছর ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার এবং অনলাইনে কিনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায়। ঈদ ফিতরে কাপড় কিনা কাটার পাশি চাহিদা থাকে সেমাই এর ও, বিভিন্ন দোকানের সামনে সেমাইয়ের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা, কাপড়ের সাথে সাথে ভালো সেমাইও বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সেমাই বিক্রেতারা, ক্রেতারাও তাদের পরিবারের জন্য কিনা কাটায় ব্যস্ত, সব মিলিয়ে এবার জমজমাট ঈদ এবং চৈত্র মাসের বাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ