জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবার প্রতিপালনে একমাত্র পথ যাদের, তাদের জমিতে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে উৎপাদিত ফসল যদি নষ্ট করে দেয় তবে এর মত করুন চিত্র আর কিছুই হয়না।

জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবার প্রতিপালনে একমাত্র পথ যাদের, তাদের জমিতে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে উৎপাদিত ফসল যদি নষ্ট করে দেয় তবে এর মত করুন চিত্র আর কিছুই হয়না। এমনই এক ঘটনা ঘটলো তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের। রাতের অন্ধকারে কে বা কাহারা জমিতে ফলানো ফসল কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ।

            সংবাদে জানা যায়, উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ পরিবারের আয়ের একমাত্র উৎস জমিতে ফলানো শস্য বিক্রি করা। প্রত্যেকটি পরিবারের মত এলাকার এক কৃষক উপার্জনের জন্য এক কানি জমির উপর ফলন করেছে পটল। শুক্রবার রাতের কে বা কাহারা জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেয়। শনিবার সকালে জমিতে গিয়ে সে কৃষক দেখতে পায় জমিতে ফলানো পটল গাছ কেটে ভূপতিত করে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বিগত কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী বাড়ির এক যুবক পালিত পশু হাস মেরে চলে যা যুবকের বড় ভাই স্বীকার করে। পরবর্তী সময় ক্ষতিপূরণ হিসাবে টাকা ও পাঠানো হয় যা কৃষক গ্রহণ করেন। 

       এদিকে কৃষকের জমিতে ফোলানো পটল গাছ কেটে নষ্ট করে দেওয়াতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষককে। অনুমান করা যাচ্ছে প্রতিহিংসামূলক কারণে এই ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ