আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের দুস্কি বাজারে বুধবার বিকেলে। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়, স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলই, প্রাক্তন মন্ত্রী নেবার কুমার জমাতিয়া সহ বিজেপি, টিপরা মাথা, আইএমপিটি দলের নেতৃত্বরা।
এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন,জাতি-জনজাতি সকল অংশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার। বিরোধী দলগুলিকে তীব্র সমালোচনা করেন বক্তব্যে বক্তারা। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দানের মধ্য দিয়ে জয়ী করার আহ্বান রাখেন জনসভায় উপস্থিত মানুষদের কাছে।

0 মন্তব্যসমূহ