আবারো অবৈধভাবে গাড়িতে করে কাঠ পাচারের সময় বন দপ্তরের হাতে দুটি গাড়ি সহ বনের মূল্যবান সেগুন কাঠ আটক সঙ্গে এই পাচারকাণ্ডে এক গাড়ি চালক আটক।
সংবাদের প্রাপ্ত খবরে জানা যায় গত ৮ ই মে বুধবার ঊনকোটি জেলার মাছমারা বনদপ্তরের রেঞ্জের আওতাধীন কৃষ্ণটিলা এলাকা হয়ে TRO4D1681একটি টাটা H গাড়িতে করে প্রায় ৪৬ ফুট সেগুন কাঠ নিয়ে গাড়ি চালক দেবব্রত মিশ্র বয়স (২৫) এর যুবক কাঠ গুলি নিয়ে পাছারের পথে তখন মাছমারা বনদপ্তরের বনকর্মীদের হাতে আটক হয় গাড়ি সহ মালগুলি তৎখানিক গাড়িটি কে পাকড়াও করে নিয়ে আসা হয় মাছমারা রেঞ্জ অফিসে শেষে খবর পেয়ে forest প্রোডাকশন ইউনিট পেচারতলের বনকর্মীরা দ্রুত ছুটে গিয়ে গাড়ি সহ মালগুলি পেচারতল বনদপ্তরে অফিসে নিয়ে আসা হয়। এ ব্রেপারে গাড়ি চালক দেবব্রতর নামে একটি মামলা হয় জানা গেছে তার বাড়ি কুমারঘাট মহাকুমার পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় এদিন একই দিনে পেচারতল বনদপ্তরের রেঞ্জের আওতাধীন বাগাইচড়া এলাকায় গভীর জঙ্গলে TR05 D1649 নম্বরের একটি বলের ও পিকআপে মজুদ ছিল প্রায় এক কাম সেগুন সেটি বাঘাইছড়া এলাকায় থেকে বনদস্যুর গভীরে জঙ্গল থেকে বোলেরো গাড়িতে পাচার করার কথা ছিল তখন খবর পেয়ে ফরেস্ট প্রোডাকশন ইউনিট পেচারথলের বনকর্মীরা দ্রুত গিয়ে গাড়িটিকে আটক করে নিয়ে আসে পেচারতল বনদপ্তরের অফিস চত্বরে এই ঘটনা নিয়ে শুক্রবার সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে forest প্রোডাকশন ইউনিট পেচারতলের বনকর্মীরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে জোরালো দাবি উঠছে প্রতিনিয়ত বনকর্মীরা বিভিন্ন এলাকাতে যদি টহল দেয় তাহলে আরো বেশি সাফল্য আসবে বলে মনে করছেন এলাকার বিজ্ঞ মহল। এলাকার প্রাথমিক সূত্রে জানা গেছে বনদস্যুরা বিভিন্ন রাস্তা কে কডিটর বানিয়ে এবং বিভিন্ন এলাকাতে বনের মূল্যবান গাছগুলি অবাধে রাতের আঁধারে মেশিন লাগিয়ে সাফ করে নিয়ে যাচ্ছে অবাদে তার জন্য বনদপ্তরের কর্মীদের আরো বেশি করে টহল দেওয়ার জোরালো দাবি উঠছে।
ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট

0 মন্তব্যসমূহ