পুলিশ ও বি এস এফ যৌথ উদ্যোগে অবৈধ আধুনিক অস্ত্র এবং বিপুলসংখ্যক নেশার দ্রব্য, বৈদেশিক মুদ্রাসহ আটক এক নেশাকারবারী
বিশালগড় প্রতিনিধি। ২৩ মে।। রাজ্যে যেন নেশার বানিজ্য প্রভাব এতটাই বিস্তার লাভ করছে।তা বলাই বাহুল্য। রাজ্যের অলিতে-গলিতে মরন নাশক নেশার দ্রব্য রমরমা। পাশাপাশি আমদানি করে বহি:রাজ্যের থেকে এিপুরা রাজ্যে আনা হচ্ছে অবৈধ আধুনিক অস্ত্র। প্রতিনিয়ত রাজ্যের মধ্যে প্রবেশ করছে অবৈধ উপায়ে অনুপ্রেবেশকারী।এসব অবৈধ কুর্মের জড়িয়ে রহেছে রাজ্যে অর্থলোভী, দেশদ্রোহীরা।
দেশদ্রোহীদের প্রত্যেক্ষ মদতে রাজ্যের শান্তি শৃঙ্খলা অবনতি চেষ্টা চালাচ্ছে। বিগত কিছুদিন পুর্বে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি আর্থাৎ এনআইএ দপ্তরের আন্তর্জাতিক মানবপচারে সঙ্গে যুক্ত থাকায় কমলাসাগর বিধানসভার অন্তগর্ত মতিনগর এলাকার এক কুখ্যাত অভিযুক্ত অপরাধী হান্না মিয়া বিশালগড় থানা পুলিশ আটক করে। আবারও কমলাসাগর বিধানসভার অন্তগর্ত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও আমতলী থানার পুলিশ যৌথ উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর অনুমানিক ৩টা নাগাদ, মতিনগর সীমান্ত এলাকায় ইস্কুল সংলগ্ন একটি বাড়ীতে থেকে তল্লাশি করে
৫৯২০০টি ইয়াবা টেবলেট, ৫০ টি ফেন্সিডিলের বোতল,
বৈদেশিক বাংলাদেশের টাকা ২৩৫৫০ টাকা এবং আধুনিক অস্ত্র পিস্তল এবং ম্যাগাজিন তাজা বুলেট সহ সন্দেহজনক এক অভিযুক্ত,
সুন্দর আলীকে আটক করে আমতলী থানা নিয়ে আসা হয়। সূত্রের জানা যায়, আমতলী থানার পুলিশ এবং বিএসএফের এই সাফল্যের খবর পেয়ে তৎক্ষনাৎ পশ্চিমা এিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার।পরের আমতলী থানায় সাংবাদিক সন্মেলন মধ্য দিয়ে পশ্চিম এিপুরা পুলিশ সুপার ডা: কিরণ কুমার বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরেন।তিনি আর জানান আটক অভিযুক্ত সুন্দর আলী বিরুদ্ধে এনডিপিএস মামলাসহ একাধিক মামলা নথিভূক্ত করা হবে।শুক্রবার অভিযুক্ত সুন্দর আলীকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড চেয়ে জোর জিজ্ঞেসাবাদ করা হয় হবে বলে জানান।





0 মন্তব্যসমূহ