অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলকে শিল্প নির্গমের চেয়ারম্যান আর্থিক সাহায্যে দান

 অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলকে শিল্প নির্গমের চেয়ারম্যান আর্থিক সাহায্যে দান


ভবিষ্যৎ প্রতিনিধি, শাহিনুর চৌধুরী। ২৭ জুন।। বিগত১৪-০৫-২০২৪ তারিখে চড়িলাম বিধানসভার অন্তগর্ত তথা বিশালগড় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দ্বীপ শীল পেটের ব্যাঁথা শারীরিক অসুস্থতা নিয়ে হাঁপানিয়া মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।কিন্তু অনেক হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্হা সাংবাদিক দ্বীপ শীল শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতালে হস্তান্তর করা হয়। কিছুদিন জিবিপি হাসপাতালে চিকিৎসা শেষে, দ্বীপ শীলের উন্নতমানের চিকিৎসা জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারা পরামর্শ দেন।কিন্তু সাংবাদিক দ্বীপ শীলের পরিবারের আর্থিক অবস্থা সচল না হওয়া তাকে বহিরাজ্যে উন্নত চিকিৎসার করাতে ব্যর্থ হয় তা করুণাময়ী মা।পরে বিশালগড় প্রেসক্লাব সর্বসহযোগিতা তার আর্থিক সামন্য কিছু যোগাড় করে, অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলের মায়ের হাতে তুলে দেয়।পরে অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলের মা ছেলে জীবন বাঁচাতে সাংবাদমাধ্যমে সহযোগিতার অসুস্থ সাংবাদিক দ্বীপ শীল জীবন বাঁচাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন।আর এই খবর জানতে পেয়ে বৃহস্পতিবার রাজ্যের শিল্প নির্গমের চেয়ারম্যান নবাদূল বনিক, বিজেপি সিপাহীজলা জেলা যুবমোর্চা সম্পাদক, প্রীতম সাহাসহ যুবমোর্চার সদস্যরা অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলকে দেখতে ছুটে যান চরিলামস্হিত সাংবাদিকের বাড়ীতে।এবং শিল্প নির্গমের চেয়ারম্যান অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলকে দেখে ১০ হাজার টাকা আর্থিক সাহায্যে প্রদান করে।আগামী অসুস্থ সাংবাদিক দ্বীপ শীলপর পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।শিল্প নির্গমে চেয়ারম্যান তার সুস্হতায় এিপরীশ্বরী মায়ের নিকট আশিবার্দ কামনা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ