সরস্বতী পূজার দিনে হৃদয় বিদারক ঘটনা কৈলাসহরে।
দ্রুত গতিতে চালিয়ে গিয়ে বাইক দুর্ঘটনায় ঊনিশ বছরের এক যুবকের মৃত্যু এবং অপর এক যুবক গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা কৈলাসহরের চিরাকুটি এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায় যে, কৈলাসহরের সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া গ্রামের বাসিনন্দা প্রসেনজিত রাজভর এবং একই এলাকার বাসিন্দা তেইশ বছরের রঞ্জিত রাজভর দুজন একসাথে ভগবান নগর এলাকায় ঊনকোটি জেলা হাসপাতাল থেকে TR02J7235 নাম্বারের পালসার বাইক নিয়ে শহরের উদ্দেশ্যে আসার সময় চিরাকুটি এলাকায় রাস্তার পাশে থাকা ডিভাইডারে জোর ধাক্কা দেয়। প্রসেনজিত বাইক চালিয়ে ছিলো। ডিভাইডারে জোর ধাক্কা দিয়ে বাইক থেকে দুজন ছিটকে পড়ে যায়। স্থানীয়রা কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৌটুসী চাকমা চিকিৎসা শুরুর সাথে সাথেই প্রসেনজিত মারা যায় বলে জানান চিকিৎসক।
অন্যদিকে, ডক্টর মৌটুসী চাকমা এও জানান যে, রঞ্জিত রাজভরের অবস্থা সংকট জনক নয়, তবে রঞ্জিত ডান হাতে এবং নাকে আঘাত পেয়েছে। তবে, স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায় যে, প্রসেনজিত খুব দ্রুত গতিতে বাইক চালিয়ে ছিলো। বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় বাইক মূল রাস্তা থেকে চলে গিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। উল্লেখ্য, মৃত প্রসেনজিত রাজভরের বোনের জামাই হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত রাজভর। জামাইবাবু এবং শ্যলক একসাথে বাইকে থাকলেও জামাইবাবুকে রেখে পৃথিবী থেকে বিদায় নেয় প্রসেনজিত রাজভর। ঘটনার পর চিরাকুটি এলাকায় কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী মজুত রয়েছে।
0 মন্তব্যসমূহ