বর্তমান সময়কালে একদিকে যেমন তীব্র দাবদাহ, অন্যদিকে ম্যালেরিয়া রোগের চোখ রাঙ্গানি এই দুইয়ের গ্যাঁড়াকলে পড়ে বিপাকে জাতি-জনজাতি অংশের মানুষজন।

 বর্তমান সময়কালে একদিকে যেমন তীব্র দাবদাহ, অন্যদিকে ম্যালেরিয়া রোগের চোখ রাঙ্গানি এই দুইয়ের গ্যাঁড়াকলে পড়ে বিপাকে জাতি-জনজাতি অংশের মানুষজন। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন এলাকায়।


           উল্লেখ্য থাকে,, প্রায় প্রতিবছর রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকা গুলোর মধ্যে বিশেষ করে জুন ও জুলাই মাসে ম্যালেরিয়া সহ বিভিন্ন প্রকারের জলবাহিত অনাকাঙ্ক্ষিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। স্বাভাবিক কারণেই বিভিন্ন এলাকা গুলোর মধ্যে এই সমস্ত রোগ গুলো দারুন ভাবে প্রভাব বিস্তার করে।

 এই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগী। জানা গেছে,, ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীরা হলো যথাক্রমে প্রজা বাহাদুর মলসম পাড়া এলাকার নন্দ কুমার মলসম(৭৫), চামপ্লাই এলাকার মধু দেববর্মা (৩৫) এবং মধ্য কৃষ্ণপুর এলাকার কৃষ্ণধন সরকার(৬৮)। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্ত ৩ রোগী তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

মূলত পানীয় জল সংক্রান্ত সমস্যা এবং নানান ভাবে অসচেতনতার কারণে এবং সর্বোপরি প্রশাসনিক আগাম পরিকল্পনা গ্রহণের অভাবেই এই সমস্যা গুলো দিনের পর দিন ধরে চলে আসছে, এমনটাই অভিমত শুভ বুদ্ধি সম্পন্ন মহলের।

  এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর এই সময়ের মধ্যে,ধীরে ধীরে আঠারোমুড়া এ.ডি.সি ভিলেজের বিভিন্ন প্রান্তরে একটু একটু করে ম্যালেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগ থাবা বসাতে শুরু করে দিয়েছে। পরিস্থিতি ইঙ্গিত করছে যদি অনতিবিলম্বে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে যে কোন সময় ভয়ানক পরিণাম সামনে আসতে পারে। এই বিষয়ে বিলাইহাম, কাঁকড়াছড়া, বিলাইখাং, নোনাছড়া প্রভৃতি এলাকার ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী রয়েছে।

পাশাপাশি নন্দ কুমার মলসমের পুত্র জানিয়েছেন,, নোনাছড়া এ.ডি.সি ভিলেজের প্রজাবাহাদুর মলসম পাড়ায় ১০ থেকে ১২ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী থাকতে পারে। কেননা প্রতি ঘরে ঘরেই নাকি জ্বরে আক্রান্ত রোগী রয়েছে।

যদিও ওই সকল এলাকা গুলোতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব গুলো প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং প্রতি বছরই এই প্রকারের রোগ গুলো আর্থ সামাজিক ব্যাবস্থার উপর দারুন ভাবে প্রভাব বিস্তার করে। 

  যদিও সহজ সরল গিরিবাসীরা রীতিমতো আতঙ্কিত ম্যালেরিয়া সহ বিভিন্ন প্রকারের জলবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ