'যারা রাস্তা দিয়ে হাঁটেন তারাই রাস্তা পরিষ্কার করবেন'। তাই মডেল গ্রামের রাস্তা সংস্কার করলেন কদমতলা ব্লকের ব্রজেন্দ্রনগরবাসী।
গ্রাম প্রধানের বক্তব্যে নারাজ হয় নিজেরাই রাস্তা সংস্কারে হাত লাগালেন গ্রামবাসীরা।
গ্রামটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মডেল গ্রাম,কিন্তু একাধিক রাস্তার ভগ্ন দশা।মুষলধার বৃষ্টিতে ধবস পড়ে গ্রামের রাস্তা বন্ধ। গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য যারা পায়ে হেঁটে যাতায়াত করবে তারাই সংস্কার করতে হবে।একজন জনপ্রতিনিধির এমন কথায় ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে রবিবার সকাল থেকেই নিজেরা রাস্তা সংস্কারের কাজ করতে দেখা যায়।শুধু এক জায়গায় নয় একাধিক জায়গায় গ্রামের রাস্তার করুন অবস্থা।এই চিত্রটি দেখা যায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং এবং ৪ নং ওয়ার্ড এলাকায়।জানা গেছে বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে শাসকদল বিজেপি পরিচালিত।যেখানে গ্রাম প্রধানের গুরুদায়িত্বে রয়েছেন মহিতোষ দাস ওরফে শংকর।বিশেষ করে চার নং ওয়ার্ডের ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ বাম আমল ও বিজেপির রাম আমলের পাঁচ ছয় বছর ধরে গ্রামের রাস্তার কোন কাজ কিংবা সংস্কার করা হয়নি। এমনকি উক্ত ওয়ার্ডে জল এবং বিদ্যুতেরও রয়েছে চরম সংকট।তাই বাধ্য হয়ে নিজেরাই কাজে হাত লাগিয়ে রাস্তা সংস্কার করতে দেখা যায় গ্রামবাসীদের। গ্রামের মহিলারা ক্ষোভের সুরে জানান তারা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানোর পর প্রধানের বক্তব্য যারা এই রাস্তাটি ব্যবহার করবে তারাই সারাই করতে হবে।বিগত বাম আমলে কিছুটা কাজ করে জঙ্গল পরিস্কার করা হত,কিন্তু বর্তমানে তাও হচ্ছে না।টিলা মাটির ধবস পড়ে সম্পূর্ণরূপে বন্ধ গ্রামের রাস্তাটি।পাশেই রয়েছে ব্রজেন্দ্র নগর কলোনি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়।বিশেষ করে স্কুল পড়ুয়া কচিকাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে নানা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।অনেকেই কাদায় পড়ে স্কুল না গিয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে।তাছাড়া গ্রামের কেউ অসুস্থ হলে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া কোন উপায় নেই।তাই মডেল রাজ্যের মডেল গ্রামের বেহাল রাস্তা গুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।এদিকে উক্ত পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের একই অবস্থা।গাড়ি কিংবা বাইক চলাচল তো দূরের কথা পায়ে চলাচল পর্যন্ত দূস্কর।একরাশ ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা জানান তাদের আত্মীয়-স্বজনরাও বেহাল রাস্তার কারণে এখন আর তাদের বাড়িতে আসেন চায় না।তাছাড়া পানীয় জল ও বিদ্যুতের তীব্র সংকট রয়েছে গ্রামে।তাই রাস্তা সংস্কার এবং পানীয় জলের সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জনগন।উল্লেখ্য সামনেই পঞ্চায়েত নির্বাচন,আর গ্রামীন এলাকার এমন চিত্র দেখে সমালোচক আঙ্গুল তুলবেন এটা স্বাভাবিক বিষয়। তাছাড়া গ্রামবাসীরা আরো অভিযোগ করে বলেন এই ওয়ার্ডে নাকি বিজেপি প্রার্থী দিতে পারবে না পঞ্চায়েত নির্বাচনে। ওনারা বামা আমল দেখেছেন রাম আমলেও দেখলেন এখন নির্দল থেকে প্রার্থী দেওয়ার চিন্তা ধারা করছেন গ্রামবাসীরা। রাস্তা জল ও বিদ্যুৎ নিয়ে কদমতলা ব্লকের অন্তর্গত প্রায় ১৯ টি গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে একই অবস্থা। মডেল রাজ্যের মডেল গ্রাম গুলোর যদি এই অবস্থা হয় তাহলে বিরোধীরা তো সুযোগ পাবেই আগামী পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত ছিনিয়ে নেওয়ার। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা। কদমতলা ব্লকের অন্তর্গত ব্রজেন্দ্রনগর গ্রামের দিকে নজর দিক সরকার দাবি জনগণের।


0 মন্তব্যসমূহ