শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে দুদিন ব্যাপী রাজ্য সন্মেলন ও সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়

 ২২ শে সেপ্টেম্বর রবিবার। শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে দুদিন ব্যাপী রাজ্য সন্মেলন ও সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়।


রাজ্য সন্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন আমরা বাঙালী দলের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা মহোদয়, কেন্দ্রীয় অর্থ সচিব মোহনলাল অধিকারী, কেন্দ্রীয় সদস্য অশোক কুমার দাস, রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, প্রচার সচিব দুলাল ঘোষ সহ আমরা বাঙালী দলের অন্যান্য প্রতিনিধিগণ।


 আজ আমরা বাঙালী দলের দুই দিন ব্যাপী রাজ্য সন্মেলন উপলক্ষে দলের সাংঘটনিক নির্বাচন সম্পন্ন হয় নূতন রাজ্য কমিটি গঠন করার জন্য। আগামী কাল রাজ্য কমিটির মনোনীত সদস্যদের থেকে নূতন রাজ্য কমিটি গঠন করা হবে। রাজ্য সন্মেলন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে চারশতের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন। সন্মেলন উপলক্ষে উপস্থিত প্রতিনিধি গণ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে অনেকেই বলেন গেরুয়া সরকার রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েই ঘোষণা করেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা হবে।অথচ বাস্তবে আমরা এর উল্টো চিত্র দেখছি। সারা রাজ্য জুড়ে চলছে নেশার কারবার । রাজ্য জুড়ে যুবক যুবতী নেশার কবলে পড়ে খুন খারাপিতে জড়িয়ে পড়ছে, বাড়ছে বাইক এক্সিডেন্ট। আবার রাজ্য সরকার শিক্ষায় বিপ্লব আনার জন্য বিদ্যাজোতি প্রকল্প চালু করেছিল। আজ আমরা লক্ষ্য করছি বিদ্যাজোতি প্রকল্পের বেহাল অবস্থা চলছে এবং ছাত্র ছাত্রীরাই এখন বিদ্যাজোতি প্রকল্পের স্কুল গুলোকে পুনরায় রাজ্যের শিক্ষা বোর্ডের অধীনে আনার জন্য আন্দোলন শুরু করেছে । তাছাড়া গন্ডাছড়ার ক্ষতিগ্রস্ত বাঙালী পরিবার গুলোর প্রতি রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণ নিয়ে তীব্র ধিক্কার জানানো হয়েছে।লাল সাদা গেরুয়া সব দলের নেতা মন্ত্রীগণ ভোট ব্যাংকের স্বার্থে বছরের পর বছর ধরে জনজাতি তোষণ চালিয়ে যাচ্ছে। দশকের পর দশক ধরে জনজাতি অংশের কিছু লোক উগ্ৰপন্থীর খাতায় নাম লিখিয়ে বাঙালীদের খুন করে,ঘর বাড়ি সম্পদ লুটপাট করে সরকার তাদেরকেই রাজ্য সরকার জামাই আদর করে তাদেরকে কোটি কোটি টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে। সরকারী চাকুরী দেওয়া হচ্ছে।যত ধরনের সুযোগ সুবিধা আছে রাজ্য সরকার দিচ্ছে। এই ধরনের সুযোগ সুবিধা যেমন আদায় করে নিয়েছে বহিরাগত রিয়াং শরণার্থীরা। তেমনি গন্ডাছড়ার জনজাতিদের খুশি করার জন্য রাজ্য সরকার ২৪০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। অথচ দুর্ভাগ্য বাঙালী পরিবার গুলোর ভাগ্যে কিছুই জুটেনি। বরং বাঙালী পরিবার গুলো জনজাতি অংশের লোকদের দ্বারা আক্রান্ত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে দিন দিন।এর থেকে একটা জিনিষ পরিস্কার হয়ে যাচ্ছে যে কোন সরকারই বাঙালীদের জন্য কোন কিছু করতে রাজি না। এই ভাবে চলতে থাকে বাঙালীদের প্রতি তাহলে বাঙালীর ভবিষ্যত কি?এডিসির প্রত্যন্ত অঞ্চলের বাঙালীরা প্রাণ ভয়ে শহরাঞ্চলের দিকে চলে আসছে যার ফলে শহরের ব্যাবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সকল দাবি দাওয়া নিয়ে আমরা বাঙালী দলের তরফে আজ শহরে এক বিক্ষোভ মিছিল করা হয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আজকের দাবি গুলোর মধ্যে মুখ্য। দাবি ছিলঃ - ক) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো কে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।খ) গন্ডাছড়ার বাঙালী পরিবার গুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে।গ) বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত নির্যাতন বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক স্তরে আলোচনার পরিবেশ সৃষ্টির করার জন্য ভারত সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ