আগরতলা প্রতিনিধি: বিধানসভা এলাকায় সংখ্যালঘুদের সমস্যার সমাধানে এখন স্মরণ করলেই হাজির হন মন্ডল নেতা মোবারক! মোবারক এখন গোলাম ঘাটি মন্ডল এর সমস্ত সংখ্যালঘু পরিবারদের এমন দীক্ষায় দীক্ষিত করেছেন যেকোনো সমস্যার সমাধানে এখন মোবারক সাহেব হাজির। তার হাতে বর্তমানে এমন ক্ষমতা রয়েছে যা শুনলে মনে হয় পঞ্চায়েত এবং থানা পুলিশের সিদ্ধান্তের আগে মোবারকের সিদ্ধান্ত।
স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া বিবাদের সমস্যা থেকে শুরু করে শিশু সুরক্ষা আইনের ঊর্ধ্বে উঠে নাবালিকা মেয়েকে ছেলের বাড়িতে এনে বিয়ে করানোর দায়িত্বটুকু নিতে পারে মোবারক সাহেব। মোবারক সাহেবকে আবার দেখতে বড়ই ভোলা ভালা মানুষ মানুষের সাথে কথা বলতে অতি সরলতা প্রয়োগ করেন তিনি কিন্তু কথার মাঝখানে ইঙ্গিত দিয়ে প্রনামীর বিষয়টিও বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। মোবারক সাহেবের কাছে এমন কোন অসাধ্য কাজ নেই যা তিনি সংখ্যালঘুদের সমস্যা সমাধান করতে পারবেন না। সবাইকেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে আসছেন। কখনো তিনি পুলিশের নাম ব্যবহার করে এবং পুলিশের দোহাই দিয়ে সমস্যার সমাধানের প্রণামী চেয়ে নিচ্ছেন। তবে আর যাই হোক না কেন যারা সমস্যায় পড়ছেন তাদেরকে শতভাগ সমস্যার সমাধানের নিশ্চয়তা দিচ্ছেন কিন্তু কেউ যদি আইনি সমস্যায় পড়ে যায় তখন বিভিন্ন দোহাই দিয়ে সেখান থেকে কেটে পড়ছেন মন্ডল নেতা মোবারক। যদিও এখনো মন্ডলের অন্যান্য কার্যকর্তারা সহ বিজেপির প্রদেশ কমিটির কেউ যদিও মোবারকের অতি দয়ালুর কাহিনী জানেন না। শাসক দলের নাম বাড়িয়ে মোবারক এখন সর্বত্রই সমস্যার সমাধানের নামে প্রণামী পাওয়া নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যারা দলের কার্যকর্তার দায়িত্ব পালন করছেন তারা যেন অবশ্যই দলের স্বচ্ছতা বজায় রাখেন কিন্তু এদিকে দলের নিয়মের ঊর্ধ্বে উঠে গোলাঘাটির মন্ডল নেতা মোবারক এখন নিজের পকেট ভারি করতে সমস্যার সমাধান নামের শব্দটি সংখ্যালঘুদের কাছে ব্যবহার করছেন। আর এদিকে গ্রামের সহজ-সরল সংখ্যালঘু অংশের সাধারণ মানুষ কোন কিছু বুঝে ওঠার আগেই সবচেয়ে আগে মোবারকের দর্শন পেতে হচ্ছে। যদিও গোলাঘাটি বিধানসভার বেশ কিছু সংখ্যালঘু অংশের পরিবার মোবারকের এই প্রণামী চাওয়ার যন্ত্রণায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকের কাছে মোবারক এমনও বলেছেন গোলাঘাটি মন্ডলের নাকি তার ক্ষমতা খুব শক্তিশালী। উনি চাইলেই নাকি তিলকে তাল বানাতে পারেন এবং যেকোনো সমস্যা সমাধানে মোবারকের চেহারা দেখলেই নাকি পুলিশ মামলা নথিভুক্ত করা ভুলে গিয়ে সমস্যার সমাধানে সবচেয়ে আগে আগ্রহী হয়ে উঠেন। গোলাকাটি মন্ডলের অন্তর্গত একাংশ সংখ্যালঘু পরিবার মোবারকের এই কান্ড কীর্তি ভালো চোখে দেখছেন না। অনেকেরই দাবি মন্ডল নেতা মোবারক কোন প্রশাসনিক দায়িত্বে নেই কিন্তু সাংগঠনিক দায়িত্বে থেকে প্রশাসনিক দায়িত্বকে হার মানাচ্ছেন মোবারক। যুক্তিসংঘত মীমাংসা ছাড়াও আইনের চোখে জঘন্যতম ঘটনার মাঝেও লবণ হলুদের মত নাক গলাতে চলে আসেন মোবারক তার একমাত্র কারণ যেকোনোভাবেই হোক সংখ্যালঘু সহজ সরল পরিবারদের সরলতার সুযোগ নিয়ে প্রণামীর জন্য থালা বিছাতে হবেই । নেতা মোবারকের এই কার্যকলাপে গোলাঘাটি মন্ডলের অধিকাংশ সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে দাবি উঠেছে বিজেপি প্রদেশ কমিটির যেন খুব শীঘ্রই তদন্ত অনুসারে গোলাঘাটি মন্ডল নেতা মোবারকের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহণ করে।

0 মন্তব্যসমূহ