বাইসাইকেল নিয়ে ধাক্কা মারাকে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড।

 বাইসাইকেল নিয়ে ধাক্কা মারাকে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড। ঘটনাটি ঘটে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পদ্মবিল গ্রামের দুই নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় যে, দোসরা সেপ্টেম্বর বিকাল তিনটা নাগাদ ঐ এলাকার বাসিন্দা আমীর আলী এর ভাগিনা বাইসাইকেল চালাতে গিয়ে পাশ্ববর্তী বাড়ির হাছন আলী এর বারো বর্ষিয়া নাবালিকা কণ্যা কে সানজিদা আকতার কে সজোরে আঘাত করলে ঘটনা স্হলেই আঘাত প্রাপ্ত হয়। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে বাক বিতন্ডা হয়। পরবর্তীতে এরই সুএ ধরে সন্ধ্যা ছয়টা নাগাদ আমীর আলী এর নেতৃত্বে এলাকারই সাব উদ্দিন,একলাচ আলী, আলকাচ আলী, আব্বাচ আলী ও আফতাব আলী মিলে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দা এবং লোহার রড নিয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় হাছন আলী এর বাড়িতে। সংঘবদ্ধ আক্রমণের ফলে হাছন আলী এর মাথায় এবং পিঠে জখম সহ রক্তাক্ত হয়।পাশাপাশি হাছন আলী এর স্ত্রী হাসিনা বেগম এর মাথায় দা এর আঘাতে প্রচন্ড জখম হয়। দা এর আঘাতে ষোল বর্ষিয়া আরেক কন্যা সাবিনা বেগম মাথা কেটে রক্তাক্ত হয়। বারো বর্ষিয়া সানজিদা আকতার কে লোহার রড দিয়ে পা ভেঙে দেওয়া হয়। এছাড়াও ধারালো দা এর আঘাতে হাছন আলী এর ভাই রমজান আলী এর মাথা কেটে রক্তাক্ত হয়। অমানবিক এই বর্বরোচিত আক্রমণে আক্রান্ত দের আর্তচিৎকারে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। এরি মধ্যে পাশ্ববর্তী বাড়ির আব্দুল খালেক চিৎকার শুনে তাদের বাঁচাতে এলে আক্রমনকারীরা তাকেও প্রচন্ড মারদোর করে বলে অভিযোগ।শুধু তাই নয়,আক্রমণ কারিরা মারদোর করেই ক্ষান্ত হয়নি। 


এরা ঘরে প্রবেশ করে বিগত কিছু দিন পুর্বে গরু বিক্রির পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন হাছন আলী। এমনকি যাবার সময় বিষয়টি নিয়ে থানা পুলিশ সহ আইনি প্রক্রিয়া অবলম্বন না করতে হুমকি ধমকি দেয় আক্রমণ কারীরা।ঘটনার পরপরই গুরুতর আহত অবস্হায় পাঁচ জনকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর স্থিত জেলা হাসপাতালে।বর্তমানে গুরুতর আহত অবস্হায় পাঁচ জনেরই চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। এই মর্মে আক্রান্ত হাছন আলী আক্রমণ কারী আমীর আলী,সাব উদ্দিন,একলাচ আলী,আলকাচ আলী,আব্বাস আলী এবং আফতাব আলি এর বিরুদ্ধে পরিবার সমেত পরিকল্পিত ভাবে নারকীয় আক্রমণের বিচার চেয়ে লিখিত মামলা রুজু করে।যদিও গতকাল রাএিতেই পানিসাগর থানার পুলিশ প্রধান অভিযুক্ত আমীর আলী কে গ্রেফতার করতে সক্ষম হয়।বাকি অভিযুক্তরা পলাতক।এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ সংঘবদ্ধ আক্রমণ কান্ডে জড়িতদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ