এ বছর বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ এবং বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তির আবিষ্কারক মাইকেল মধুসুদন দত্তের বিশতজন্মবার্ষিকী। আপনারা জেনে খুশি হবেন যে, এই মহৎ সাহিত্যিকের দ্বিশতজন্মবর্ষকে উদ্যাপনের লক্ষ্যে রাজ্যের কবি, লেখক, শিল্পী, নাট্যজন বুদ্ধিব্রতী ও শিক্ষাব্রতীদের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে-মাইকেল মধুসুদন দত্ত দ্বিশতজন্মবার্ষিকী উদ্যাপন কমিটি- ২০২৪।
এই কমিটির সভাপতি রাজ্যের বিশিষ্ট কবি অধ্যাপক মিহির দেব, সহ সভাপতি এ রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক-পৃষ্ঠপোষক সমীরণ রায় এবং কবি রাতুল দেব বর্মণ। এই কমিটির উদ্যোগে আগামী ২১ এবং ২২সেপ্টেম্বর, ২০২৪, আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে অনুষ্ঠিত হবে সেমিনার, শ্রুতিনাটক, নাটকসহ বহুমুখী অনুষ্ঠান। ২১ সেপ্টেম্বর সন্ধ্যা হয় 'টায় দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। উদ্বোধনী অনুষ্ঠানের পর, রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং শিল্পীসংস্থার পরিবেশনায় মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি নির্ভর আবৃত্তি ও শ্রুতিনাটক অনুষ্ঠিত হবে। যুগোত্তীর্ণ আধুনিকতার প্রথম দিগদর্শী মধুসুদন দত্তের বিখ্যাত নাটক "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ "নাটকটি মঞ্চস্থ হবে 'নাট্যভূমি'-র প্রযোজনায়।
দ্বিতীয় দিন ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠিত হবে দুটো গুরুত্বপূর্ণ অধিবেশন। রাজ্যের এবং বহিঃ রাজ্যের বিশেষজ্ঞ কক্তারা এতে
আঅংশগ্রহণ করবেন। প্রথম অধিবেশনের শীর্ষ ভাবনা: ঊনিশ শতকের বাংলা সাহিত্যে স্বাদেশিকতা ও মাইকেল মধুসুদন দত্ত। দ্বিতীয় অধিবেশনের শীর্ষ ভাবনা: মধুসুদনের উত্তরপ্রজন্ম-আধুনিকতার অভিযাত্রায় বাংলা সাহিত্য। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে এ-ই দুটো অধিবেশনে অংশগ্রহণের জন্য। দ্বিতীয় দিনেও সন্ধ্যা ছয় টায় রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং শিল্পীসংস্থার পরিবেশনায় মাইকেল মধুসুদন দত্তের সৃষ্টি নির্ভর সংগীত, আবৃত্তি ও শ্রুতিনাটক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের সন্ধ্যার অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতজন্মবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হবে একটি সমৃদ্ধ স্মরণিকা।
মাইকেল মধুসুদন দত্ত দ্বিশতজন্মবর্ষ উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্যুইজ, আবৃত্তি ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

0 মন্তব্যসমূহ