কিছু কিছু মানুষ আছে সমালোচনাকে উর্ধ্বে রেখে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কে কি বললো সেই দিকে তোয়াক্কা না করে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। নিজের প্রচারের জন্য নয়, প্রচারের আলোতেও আসতে চায় না। নীরবে নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে যাতে কেউ যাতে টের না পায়। কিন্তু এই ধরনের সামাজিক কাজ করতে গিয়ে চোখে পরে গেল কিছু সাংবাদিকের । তখন আর কি সাধ্য আছে প্রচারের আলোতে না এসে। নিষেধ করা সত্বেও সাথে সাথে ক্যামেরার লেন্সে বন্দি হয়ে গেল পরোপকারী এক আইনজীবীর সামাজিক কাজ।
সম্প্রতি ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে রাজ্যে। ক্ষতিগ্রস্ত গ্ৰস্ত হয়েছে বহু মানুষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সাংবাদিকের বাড়ি ঘরও ।এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে এক আইনজীবী বুঝিয়ে দিল মানুষ মানুষের জন্য। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মানবিকতা নিয়ে বিলোনিয়ার সাংবাদিক প্রতাপ দেববর্মার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আবারো আইনজীবি বুঝিয়ে দিল মানুষ মানুষের জন্য। এই বক্তি হলেন দেবদাস বক্সী । তিনি আগরতলা শহরের স্বনামধন্য আইনজীবী। একদিকে বন্যার প্রকোপে ক্ষতিগ্রস্ত অন্যদিকে মায়ের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বিলোনিয়া সাংবাদিক প্রতাপ দেববর্মার মাতা , এই কথা শুনতেই সাংবাদিক প্রতাপ দেববর্মার পাশে দাঁড়িয়ে আইনজীবি দেবদাস বক্সী সাহায্যের হাত বাড়িয়ে দিলো । বরদোয়ালী মধ্যপাড়া স্থিত আইনজীবী দেবদাস বক্সীর বাসভবনে সাংবাদিক প্রতাপ দেববর্মাকে আর্থিকভাবে সাহায্য করেন প্রতিনিয়ত পাশে থাকার ও সাংবাদিক প্রতাপ দেববর্মার মেয়ের শিক্ষা সামগ্রীর খরচ দেওয়ার অঙ্গীকারবদ্ধ হন আইনজীবি দেবদাস বক্সি । পাশে থাকার বার্তা পেয়ে সাংবাদিক প্রতাপ দেববর্মা ধন্যবাদ জানান আইন জীবি দেবদাস বক্সিকে ।
0 মন্তব্যসমূহ