সদস্যতা পদের অঙ্গ হিসাবে বিজেপি সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে সংগঠন পর্ব সক্রিয় সদস্যতা এবং সাংগঠনিক নির্বাচন ও কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার চাকমাঘাট কমিউনিটি হল গৃহে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্যতা পদ অভিযানের খোয়াই জেলার প্রভারী এম কে দেবনাথ, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির রাজ্য নেতৃত্ব জহর দাস, মন্ডলের সহ-সভাপতি রঞ্জিত সরকার সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা।
নভেম্বর মাস থেকে বিজেপি রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ষাটটি মন্ডলের সদস্যতা অভিযান কর্মসূচি পালন করে যাচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে ২৯ কৃষ্ণপুর মন্ডল এর উদ্যোগে কুড়ি হাজার সদস্যতা পদের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু করে বিজেপির কর্মকর্তারা। গ্রাম থেকে প্রত্যন্ত অফলাইন এবং অনলাইনের মাধ্যমে সদস্যতাd পদ গ্রহণের জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই দিন কর্মশালায় বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের সভাপতিরা উপস্থিত ছিলেন। বিজেপি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা রাখেন নিজেদের বক্তব্যে। আর কয়েক দিনের মধ্যে ২৯ কৃষ্ণপুর মন্ডলের কুড়ি হাজার সদস্যতা পদের লক্ষ্যমাত্রা পূরণ হতে চলেছে। যা দৃষ্টান্ত স্থাপন করবে গোটা রাজ্যের মধ্যে। কারণ বিজেপির কর্মকর্তারা ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত এলাকা বলে চিহ্নিত বিভিন্ন এলাকায় দিয়ে সদস্যতা পদ অনলাইন কিংবা অফলাইনের এর মাধ্যমে নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এমনটাই দাবি করেন উপস্থিত বক্তারা।


0 মন্তব্যসমূহ