কঞ্চনবাড়ীতে টিএসআর ক্যাম্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী,মন্ত্রী সুধাংশু দাস।

 কঞ্চনবাড়ীতে টিএসআর ক্যাম্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী,মন্ত্রী সুধাংশু দাস। 

। । প্রতিনিধি অনুপম পাল । ।


কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা

রাজ্যের সামগ্রীক উন্নয়নই বর্তমান শাসক দলের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যকে হাতিয়ার করেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও একসাথে ঝাঁপিয়ে পড়েছেন শহর থেকে গ্রামে। রাজ্যের অন্যান বিধানসভার পাশাপাশি ফটিকরায় বিধানসভায় জনসাধারণের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে আর অল্প কিছু দিনের মধ্যেই ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ীতে হতে যাচ্ছে টিএসআর ১৫ ব্যাটেলিয়ন ক্যাম্প (হেড কোয়ার্টার)। উন্নয়নকে শুধু মাত্র শহর কেন্দ্রীক না রেখে এবার গ্রামীণ এলাকাতেও উন্নয়নকে গতিশীল করলো রাজ্য সরকার। 

আজ ফটিকরায় বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঞ্চনবাড়ীতে টিএসআর ১৫ ব্যাটেলিয়ন এর প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ইনিস্পেক্টর জেনারেল অব পুলিশ কেরী মারার,জেলা ও মহকুমা স্তরের আধিকারিক,স্থানীয় প্রধান,বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।তিনি জানান জমি অধিগ্রহণের প্রক্রিয়া গত ছয় মাস ধরেই চলছে। আজকে তার চুরান্ত পর্যায়ের পর্যালোচনা হয় এবং গোটা এলাকা বিভিন্ন আধিকারিক দের নিয়ে ঘুরে দেখেন। আগামী কিছু দিনের মধ্যেই টিএসআর ১৫ ব্যাটেলিয়ন এর ক্যাম্প (হেড কোয়ার্টার) এর শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই ক্যাম্প স্থাপনের ফলে ফটিকরায় বিধানসভা তথা কাঞ্চনবাড়ী এলাকার জনসাধারণের অত্যন্ত লাভজনক হবে। কারন ক্যাম্প স্থাপনের ফলে যেমন গোটা বিধানসভা এলাকায় নিরাপত্তাজনক বিষয়টি আরো সুদৃঢ় হবে ঠিক তেমনি ক্যাম্প স্থাপনের ফলে যে জোয়ানরা এখানে ক্যাম্পে থাকবেন তাদের নিত্যদিনের কেনাকাটাও কাঞ্চনবাড়ী বা তৎ সংলগ্ন বাজার থেকে করবেন। যার ফলে এখানকার স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হবে। যা কাঞ্চনবাড়ী এলাকার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আগামী দিনেও এধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্যোগ জারি থাকবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ