কৈলাশহরে “মিঙাল” ম্যাগাজিনের আবরণ উন্মোচন।

 কৈলাশহরে “মিঙাল” ম্যাগাজিনের আবরণ উন্মোচন। 

প্রতিনিধি অনুপম পাল

কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা

কৈলাশহর প্রেস ক্লাবে আজ অনুষ্ঠিত হলো বিষ্ণুপ্রিয়া মনিপুরী ম্যাগাজিন “মিঙাল”-এর আবরণ উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি, বিশিষ্ট কবি ডাঃ সুশান্ত সিনহা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।


অনুষ্ঠানের আয়োজক ছিল বি এম খানচাল ইউটিউব চ্যানেল। ম্যাগাজিনের সম্পাদক অমিত সিনহা জানান, “মিঙাল” শব্দের অর্থ আলো এবং এটি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করছে।

মন্ত্রী টিঙ্কু রায় কৈলাশহরের সাহিত্যিক ঐতিহ্যের প্রশংসা করে সমাজ ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে আরও লেখালেখির আহ্বান জানান। অতিথিরা মনিপুরী জনগোষ্ঠীর সংস্কৃতির বিকাশে ম্যাগাজিনটির ভূমিকার প্রশংসা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ