স্বাস্থ্য ব্যবস্থায় দ্রুত উন্নয়নে ঊনকোটি জেলা হাসপাতালে বৈঠকে মন্ত্রী ও স্বাস্থ্য সচিব।

 স্বাস্থ্য ব্যবস্থায় দ্রুত উন্নয়নে ঊনকোটি জেলা হাসপাতালে বৈঠকে মন্ত্রী ও স্বাস্থ্য সচিব। 


প্রতিনিধি অনুপম পাল

কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা

ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার অবনতির খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর, অবশেষে স্বাস্থ্য দপ্তর সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হয়। আজ ভগবাননগরে অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর সঞ্জীব দেববর্মা, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের মেডিকেল সুপার, এবং পূর্ত ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।


পরিদর্শনের শুরুতে মন্ত্রী ও সচিব মেডিকেল সুপারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শৌচালয়ের করুণ অবস্থা, বিদ্যুৎ এবং জলের পাইপলাইনের সমস্যা চিহ্নিত করা হয়। সচিব কিরণ গিত্তে বলেন, এই সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী টিংকু রায় জানান, হাসপাতালের ভবনটি সেন্ট্রাল এসি ব্যবস্থার ভিত্তিতে তৈরি হলেও এখনো এসি স্থাপন করা হয়নি। এর ফলে শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া, ভবনের দেয়ালের মধ্যে থাকা পাইপলাইনের ফাটল থেকে বিদ্যুৎ শর্টসার্কিটের ঘটনা ঘটছে। বিদ্যুতের তার এবং জলের পাইপলাইন নতুনভাবে স্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মন্ত্রী আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসন অঙ্গীকারবদ্ধ। চা-বাগান অধ্যুষিত হালাইছড়া এবং সমরুরপা এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টার পরিসেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

বৈঠক শেষে মন্ত্রী এবং সচিব হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। শৌচালয়ের পরিচ্ছন্নতা এবং চিকিৎসা সরঞ্জামের অভাবের দ্রুত সমাধান করার নির্দেশ দেন তাঁরা। হাসপাতালের সার্বিক পরিষেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।

এই পরিদর্শনের মাধ্যমে জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন আশা করছেন গোটা জেলার মানুষ। সচিব এবং মন্ত্রীর এই উদ্যোগ শুধু জেলা হাসপাতালের নয়, গোটা ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ