রাস্তা নেই! আরও সমস্যার কথা বললেন নাগরিকরাই ঘটনা পাবিয়াছড়া, পেচারথল মাছমারা পশুরায়পাড়া ও পানবাগানে।
নানা সমস্যায় জর্জরিত একটি উপজাতি গ্রাম।ঘটনা পেচারতল ব্লকের অধীনস্থ মাছমারা সেক্টরের পশুরায় পাড়া এবং পানবাগান এলাকাটি।জানা গেছে পশুরায় পাড়ায় মোট ২৩ টি পরিবারের বসবাস সেখানে গ্রামের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্রামে যাতায়াত করার কোন রাস্তা নেই এবং সেখানে কোন যানবাহন চলাচল মত ব্যবস্থা নেই, মানুষ পায়ে হাটে বাজারে ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করে এবং দ্বিতীয় সমস্যাটি হলো পশুপাড়া এলাকায় দীর্ঘদিনের একটি দাবি ছিল অঙ্গনারী সেন্টার বসানোর জন্য সেটাও বিশপাও জলে এই এলাকাতে পেচারতল সিডিপিওর নেতৃত্বে এলাকাতে পরিদর্শন করে অঙ্গনওয়াড়ি সেন্টার বসানোর জন্য জমি নির্ধারিত করে সংশন হয়েছিল, সেটাও নাকি এই এলাকাতে না বসিয়ে পার্শ্ববর্তী গ্রাম পান বাগানে বসানো হয়েছে, এ ও এক পরিবার থেকে দুজনের চাকরি হয়েছে পানবাগান এলাকা থেকে, তারমধ্যে হেলপার এবং দিদিমণির দায়িত্বে, এ নিয়ে পশুরায় পাড়ার এলাকার মানুষের বঞ্চিত হওয়ার ফলে একাদিক প্রশ্ন উঠতে শুরু করেছে পাশাপাশি পশুরায় পাড়া এলাকায় নেই কোন পানীয় জলের সুব্যবস্থা, এবং বিদ্যুৎ যন্ত্রণায় দিনের পর দিন অতিষ্ঠ সেই এলাকার মানুষজন ,সেইসব বিষয়গুলি নিয়ে আজ গ্রামের মানুষ জড়ো হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজ ব্যক্ত করেন..
0 মন্তব্যসমূহ